রবিবার, এপ্রিল ২৮, ২০২৪
প্রচ্ছদটপরামলীলা'র প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা

রামলীলা’র প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা

বিনোদন  ডেস্ক (বিডি সময় ২৪ ডটকম)

উত্তর প্রদেশে বহুল আলোচিত ছবি ‘রামলীলা’র প্রদর্শনীর ওপর নিষেধাজ্ঞা জারি করেছে এলাহাবাদ হাইকোর্টের লক্ষো বেঞ্চ। সঞ্জয় লীলা বনশালি পরিচালিত ছবিটি মুক্তি পায় ১৫ নভেম্বর। বারাইচের মর্যাদা পুরুষোত্তম ভগবান রামলীলা সমিতির দায়ের করা আবেদনের প্রেক্ষিতে এলাহাবাদ হাইকোর্টের একটি বেঞ্চ বৃহস্পতিবার এ নিষেধাজ্ঞা জারি করে।

সমিতি ছবিটির কিছু আপত্তিকর ও বিতর্কিত ডায়ালগ বন্ধ এবং সেন্সর বোর্ডের অনুমতি বাতিলের আবেদন জানায়। এছাড়া আবেদনকারীরা ছবিটির বিরুদ্ধে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অভিযোগও আনে। নিষেধাজ্ঞা প্রসঙ্গে হিন্দি ছবির সমালোচক অজয় ব্রহ্মাত্মাজ বলেন, এতে কেবল ছবির পরিচালকের আর্থিক ক্ষতিই হবে না, এটা হবে সৃজনশীলতার ওপর আঘাত।

আরও পড়ুন

সর্বশেষ