সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েসীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের আঙ্গোরপোতা (ডাঙ্গাপাড়া) সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি নিহত হয়েছেন। রবিবার (২৮ জানুয়ারি) ভোর সাড়ে ৪টায় আঙ্গোরপোতা-দহগ্রাম সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকায় এক নম্বর সীমান্ত পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহত রফিউল ইসলাম টুকলু (৩৩) পাটগ্রাম উপজেলার দহগ্রাম ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামের আফজাল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানান, রবিবার রাতে ভারত-বাংলাদেশের ৬ থেকে ৭ জনের পাচারকারী দল সীমান্তের ডিএমপি ১ নম্বর প্রধান পিলারের ১ নম্বর উপ-পিলারের কাছে গরু, চিনি ও প্রসাধনীসামগ্রী পাচারের চেষ্টা করে। এ সময় ভারতের ৬ বিএসএফ ব্যাটালিয়নের অর্জুন কোম্পানি সদরের উমর ক্যাম্পের টহল দলের সদস্যরা উভয় দেশের চোরাকারবারীদের দেখতে পেয়ে কয়েক রাউন্ড গুলি ছোড়ে। এতে দহগ্রামের ডাঙ্গাপাড়া এলাকার আফজাল হোসেনের ছেলে রফিউল ইসলাম টুকলু গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলেই নিহত হয়। পরে বিএসএফের সদস্যরা টুকলুর লাশ ভারতে নিয়ে যায়। পরে বিএসএফ সকাল ১১টায় কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানা পুলিশের কাছে লাশ হস্তান্তর করে।

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) রংপুর ৫১ ব্যাটালিয়নের পানবাড়ি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আমানুজ্জামান আমান বলেন, ভারতের ১ থেকে দেড় শত গজ ভেতরে বাংলাদেশি যুবক টুকুলু নিহত হয়। তার লাশ বিএসএফের উমর কোম্পানি সদরে বিএসএফের সদস্যরা নিয়ে গেছে। কোম্পানি কমান্ডারের সঙ্গে পতাকা বৈঠকের জন্য কথা বলেছি। তারা (বিএসএফ) জানিয়েছে- ময়নাতদন্ত শেষে মরদেহ ফেরত দেওয়া হবে।

দহগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাবিবুর রহমান বলেন, টুকলুদের বাড়ি ভারতীয় সীমান্তের কাছেই। তাদের বাড়িতে গিয়েছি। পরিবারের লোকজন জানিয়েছে টুকলু চিনি আনতে গিয়েছিল। এ সময় বিএসএফের গুলিতে তার মৃত্যু হয়েছে। মরদেহ বাংলাদেশে আনার জন্য যোগাযোগ করা হচ্ছে।

আরও পড়ুন

সর্বশেষ