বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদজাতীয়নির্বাচনে সর্বদলের অংশগ্রহন নিশ্চিত করার আহবান জানিয়েছে ইইউর

নির্বাচনে সর্বদলের অংশগ্রহন নিশ্চিত করার আহবান জানিয়েছে ইইউর

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বাংলাদেশে আগামী নির্বাচন সর্বদলীয় করার আহবান জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট। একই সাথে নির্বাচন স্বচ্ছ ও নিরপেক্ষ উপায়ে সম্পন্ন করার তাগিদ দিয়ে প্রস্তাব পাশ করেছে ইইউ। বৃহস্পতিবার ব্রাসেলসে ইউরোপীয় ইউনিয়ন পার্লামেন্ট এর সদর দপ্তরে গৃহীত সর্বসম্মত এক প্রস্তাবে বাংলাদেশের সকল পক্ষকে নির্বাচনের আগে ও পরে সহনশীল ও সংযত আচরণ প্রদর্শনের আহবান জানানো হয়।

ইউরোপীয় পার্লামেন্টের ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়েছে, পার্লামেন্টে তিনটি আলাদা প্রস্তাব অনুমোদন হয়েছে। এর একটি বাংলাদেশ নিয়ে। ওই প্রস্তাবে ইউরোপীয় পার্লামেন্টের সদস্যরা (এমইপি) সব ব্যক্তি ও দলকে সব সময় বিশেষ করে আগামী নির্বাচনের আগে, পরে ও নির্বাচনের সময় সংযত ও সহনশীল থাকার আহ্বান জানিয়েছেন। প্রস্তাবে নির্বাচন কমিশনকে উদ্দেশ্য করে বলা হয়, বাংলাদেশে আগামী নির্বাচনকে যে কোন উপায়ে নিরপেক্ষ ও স্বচ্ছ করতে হবে।

এছাড়া, প্রস্তাবে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিতিশীল পরিস্থতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয় এবং সংকট  সমাধানের জন্য সকলের প্রতি আহবান করা হয়।

আরও পড়ুন

সর্বশেষ