বুধবার, মে ১, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউআসছে টানা হরতাল!

আসছে টানা হরতাল!

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

চলমান রাজনৈতকি সংকট সমাধানে এখনো রাষ্ট্রপতির উদ্যোগের অপেক্ষায় আছে বিএনপি। রোববার থেকে সপ্তাহব্যাপী টানা হরতালের কথা বলা হলেও এখন ওই কর্মসূচি সোমবার থেকে শুরু হতে পারে বলে জানিয়েছে দলের একটি সূত্র।

সোমবার অন্তর্র্বতীকালীন সরকারের নতুন মন্ত্রীরা শপথ নেওয়ার পরপরই বিরোধী দলীয় নেতার আকস্মিক পদক্ষেপ। বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করার অনুমতি চাওয়া হলো। সেখানে রাজনৈতিক সংকট সমাধানে উদ্যোগ নিতে আহ্বান রাষ্ট্রপতির প্রতি। রাষ্ট্রপতিও আশ্বাস দিয়েছেন। বিএনপি এখন অপেক্ষা করছে রাষ্টপতির পদক্ষেপের। দলের নেতাদের আশাবাদ, রাষ্ট্রের অভিভাবক হিসেবে তিনি দুই দলের মধ্যে আলোচনার উদ্যোগ নেবেন।

নেতারা বলছেন, রাষ্ট্রপতি কোনো উদ্যেগ না দিলে, বা সেই উদ্যোগ ফলপ্রসু না হলে কঠোর আন্দোলন ছাড়া বিএনপির সামনে বিকল্প কোনো পথ খোলা থাকবে না।
সাংবিধানিক সীমাবদ্ধতা সত্ত্বেও রাষ্ট্রপতি দুই দলের মধ্যে সংলাপের জন্য উদ্যোগ নিয়ে সংকট সমাধানে ভূমিকা রাখবেন বলে আশাবাদী দলের নেতারা।

আরও পড়ুন

সর্বশেষ