বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার ঘটনা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় : মির্জা ফখরুল

মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার ঘটনা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় : মির্জা ফখরুল

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অজ্ঞাত স্থান থেকে টেলিফোনে সাংবাদিকদের জানিয়েছেন, মন্ত্রীদের পদত্যাগপত্র জমা নেয়ার ঘটনা সংবিধানের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়। এ রকম কার্যক্রম সঙ্কট ঘনীভূত করেছে আরো।

টেলিফোনে তিনি সাংবাদিকদের বলেন, ‘এসব কার্যক্রমে সংকটের সমাধান আসবে না। সমাধান চাইলে অবিলম্বে প্রধানমন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আমরা মনে করি প্রধানমন্ত্রী পদত্যাগ করলেই সংলাপের বন্ধ পথ উন্মুক্ত হবে।’

সর্বদলীয় সরকার গঠনের প্রক্রিয়ার অংশ হিসেবে প্রধানমন্ত্রী কাছে মন্ত্রীদের পদত্যাগপত্র জমা দেয়ার পর বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব টেলিফোনে এ প্রতিক্রিয়া জানান।

মির্জা ফখরুল বলেন, ‘পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে সরকার জাতীয় নির্বাচনকে অনিশ্চিয়তার দিকে ঠেলে দিয়েছে। তারা পরিকল্পিতভাবে এই সংকট সৃষ্টি করেছে। মন্ত্রীরা পদত্যাগপত্র জমা দিয়ে যে ছেলেমানুষি নাটক করেছে, তাতে চলমান সংকট আরো জটিলতর হয়েছে। দেশের মানুষ বুঝে গেছে, তারা (সরকার ) সংকট সমাধান না করে নানা রকম কৌশলের পথ বেঁছে নিয়েছে।’

আরও পড়ুন

সর্বশেষ