বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য ভালো খবর নয় : আইসিসি

বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য ভালো খবর নয় : আইসিসি

আগামী অক্টোবরে ভারতের মাটিতে বসবে ওয়ানডে বিশ্বকাপ। এই আসরকে ঘিরে বড় স্বপ্ন দেখছে লাল সবুজের প্রতিনিধিরা। এমন সময়ই অবসরের ঘোষণা দিয়েছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। বিষয়টিকে বাংলাদেশের জন্য বড় ধাক্কা হিসেবে দেখছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি।তামিমের অবসরের পর নিজেদের সাইটে তামিমকে নিয়ে একটি ফিচার প্রকাশ করেছে আইসিসি। সেই ফিচারে ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, তামিমের অবসরের বিষয়টি বাংলাদেশের জন্য ভালো খবর নয়। আইসিসির মতে, ভারত বিশ্বকাপের আগে তামিমের অবসর বাংলাদেশের জন্য বড় ধাক্কা। টুর্নামেন্টের তিন মাস আগে ১৬ বছরের ক্যারিয়ারের ইতি টেনেছেন তামিম।


চট্টগ্রামের এক হোটেলে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম। অবসর ঘোষণা দিয়ে তামিম বলেন, আমার বেশি কিছু বলার নেই। কিন্তু একটা জিনিস আমি অবশ্যই বলব, আমি আমার সেরাটা দেয়ার চেষ্টা করেছি। হয়ত আমি ভালো করেছি, কিংবা যথেষ্ট ভালো করতে পারিনি, কিন্তু আমি মাঠে থাকলে আমার শতভাগ দেয়ার চেষ্টা করেছি।
আরও পড়ুন

সর্বশেষ