বৃহস্পতিবার, মে ২, ২০২৪
প্রচ্ছদখেলার সময়বিশাল জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা

বিশাল জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা

চতুর্থ ইনিংসে ৬৬২ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তৃতীয় দিন শেষে ২ উইকেটে ৪৫ রান সংগ্রহ করেছে আফগানিস্তান। ফলে ঢাকা টেস্ট জিততে আর ৮ উইকেট দরকার বাংলাদেশের। হাতে রয়েছে আরও দুই দিন।

স্বাভাবিকভাবেই বিশাল জয়ের স্বপ্ন দেখছে স্বাগতিকরা। ফলাফল নিজেদের পক্ষে নিতে হলে অলৌকিক কিছু করে দেখাতে হবে সফরকারীদের। যেটা আপাতদৃষ্টিতে সম্ভব নয় বলেই মনে হচ্ছে। কারণ, তাদের প্রয়োজন আরও ৬১৭ রান।

পাহাড়সম লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই উইকেট হারায় আফগানরা। শরিফুল ইসলামের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন ইব্রাহিম জাদরান। রিভিউ নিয়েও শেষ রক্ষা পাননি তিনি।

সেই রেশ না কাটতেই তাসকিন আহমেদের বলে কট বিহাইন্ড হন আব্দুল মালিক। উইকেটরক্ষক লিটন দাসের গ্লাভসবন্দি হন তিনি। এতে ইনিংসের প্রথম ২ ওভারেই ২ উইকেট হারিয়ে চাপে পড়ে আফগানরা।

এরই মধ্যে তাসকিনের বলে আঘাত পান সফরকারী অধিনায়ক হাশমতউল্লাহ শহিদী। শেষ পর্যন্ত রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন তিনি। সেবা- শুশ্রুষাতেও কাজ হয়নি।

পরে মিরপুরের আকাশে মেঘের ঘনঘটা দেখা যায়। এতে আলোকস্বল্পতার সৃষ্টি হয়। ফলে নির্ধারিত সময়ের আগেই দিনের খেলা বন্ধ হয়ে যায়। তবে এর মাঝে আফগান শিবিরে আর কোনো বিপর্যয় নেমে আসেনি। রহমত শাহ (১০) ও নাসির জামাল (৫) অপরাজিত আছেন।

এর আগে নিজেদের দ্বিতীয় ইনিংসে ১ উইকেটে ১৩৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। পরে মাত্র ৩ উইকেট হারিয়ে স্কোরবোর্ডে আরও ২৯১ রান যোগ করে টাইগাররা। এ অবস্থায় ইনিংস ঘোষণা করে তারা।

ইতোমধ্যে বাংলাদেশের দ্বিতীয় ব্যাটার হিসেবে এক টেস্টে জোড়া সেঞ্চুরির কীর্তি গড়েন নাজমুল হোসেন শান্ত। প্রথম ইনিংসে ১৪৬ রানের অনবদ্য ইনিংসের পর এবার ১২৪ রান করেন তিনি।

এর আগে দেশের হয়ে প্রথম এ কৃতিত্ব দেখান মুমিনুল হক। এদিন ৩ অঙ্কের ম্যাজিক ফিগারের দেখা পান তিনিও। ক্যারিয়ারে ১২তম সেঞ্চুরি তুলে নেন পয়েট অব ডায়নামো খ্যাত ব্যাটার। ১২১ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি।

অপর প্রান্তে স্বছন্দে ছিলেন অধিনায়ক লিটন দাস। স্ট্রোকের ফুলঝুরি ছোটান তিনিও। শেষ পর্যন্ত ৬৬ রানে অপরাজিত থাকেন উইকেটকিপার-ব্যাটার।

আরও পড়ুন

সর্বশেষ