বৃহস্পতিবার, মে ১৬, ২০২৪
প্রচ্ছদজাতীয়মুক্তি না দিলে কর্মসূচি আরও বাড়বে : বিএনপি

মুক্তি না দিলে কর্মসূচি আরও বাড়বে : বিএনপি

ষ্টাফ  রিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিএনপির স্থায়ী কমিঠির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, এমকে আনোয়ার ও ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়াকে আটকে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে তাদের মুক্তি না দিলে কর্মসূচি আরও বাড়বে  এমনকি লাগাতার হরতালের মত কঠোর কর্মসুচি দিতে বাধ্য হবে বিএনপি। বিএনপির যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

দলের সিনিয়র তিন নেতার গ্রেপ্তারের প্রতিবাদে রাত ১০টায় জাতীয় প্রেসক্লাবে আয়োজিত তাৎক্ষণিক এক সংবাদ ব্রিফিংয়ে তিনি বলেন, বিরোধী দলের নেতাকর্মীদের ওপর অত্যাচার নির্যাতনের অংশ হিসেবেই দলের বর্ষীয়ান নেতাদের গ্রেপ্তার করা হয়েছে।

র‌্যাব পুলিশ দিয়ে দলীয় কার্যালয় ঘেরাও করে রাখা হয়েছে। তবে র‌্যাব পুলিশ দিয়ে সরকার পতন ঠেকাতে পারবে না। তিনি বলেন, আর কোন সিনিয়র নেতাকে গ্রেপ্তার করা হলে সরকারকে ঘেরাও করা হবে। ৭২ ঘণ্টার হরতাল আরও তীব্র থেকে তীব্র করা হবে। গুলি করে ইয়াহিয়ার সরকারও ঠিকতে পারেনি। জনগণের শক্তির কাছে হাসিনার সরকারও ঠিকতে পারবে না। লাগাতার হরতালের ঘোষণা আগামীকাল আসবে বলে দলীয় সুত্রে জানা গেছে।

আরও পড়ুন

সর্বশেষ