শুক্রবার, মে ৩, ২০২৪
প্রচ্ছদটপসৌদিতে নিহতদের মধ্যে ৮ ওমরাহ যাত্রী বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদিতে নিহতদের মধ্যে ৮ ওমরাহ যাত্রী বাংলাদেশির পরিচয় শনাক্ত

সৌদি আরবে ওমরাহ যাত্রীবাহী বাস দুর্ঘটনায় নিহতদের মধ্যে ৮ বাংলাদেশির পরিচয় শনাক্ত করা হয়েছে। এখনো গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন আছেন আরও প্রায় ১৮ জন। এই ঘটনায় এখন পর্যন্ত ২৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। নিহতদের মধ্যে আটজন বাংলাদেশীর পরিচয় নিশ্চিত করেছে সৌদি আরবের বাংলাদেশ কনস্যুলেট।

নিহতদের মধ্যে আছেন, নোয়াখালীর দুইজন শহিদুল ইসলাম ও মোহাম্মদ হেলাল, কুমিল্লার দুইজন মামুন মিয়া ও রসেল মোল্লা, লক্ষ্মীপুরের সবুজ হোসাইন, কক্সবাজারের মোহাম্মদ আসিফ, গাজিপুরের মোহাম্মদ ইমাম হোসাইন রনি এবংচাঁদপুরের রুকু মিয়া।

ওমরাহ করতে যাওয়া ৪৭ জন যাত্রী নিয়ে পবিত্র নগরী মক্কা যাচ্ছিল সৌদিআরবের একটি বাস। সেখানে অধিকাংশ যাত্রীই ছিলেন বাংলাদেশী। ওমরাহ যাত্রী বহনকারী বাসটি সৌদিআরবের দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় আসির প্রদেশ ও আভা শহরের সঙ্গে সংযোগকারী একটি সেতু অতিক্রমের সময় উল্টে যায়। এক পর্যায়ে বাসটিতে আগুন ধরে যায়।

এখনও যাত্রীদের মধ্যে থাকা ৭ থেকে ৮ জন বাংলাদেশী নিখোঁজ রয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, নিহত অন্যদের মধ্যে অনেকেই ছিলেন ইয়েমেনের নাগরিক

আরও পড়ুন

সর্বশেষ