শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়চার নেতার হত্যাকারীদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জয়

চার নেতার হত্যাকারীদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন জয়

ষ্টাফরিপোর্টার  (বিডিসময়২৪ডটকম)

বিদেশে লুকিয়ে থাকা কারাগারে জাতীয় চার নেতার হত্যাকারীদের ফিরিয়ে দিতে সংশ্লিষ্ট রাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়। রবিবার জয় নিজের ব্যক্তিগত ফেসবুক পেজে দেয়া এক স্ট্যাটাসে তিনি এ আহ্বান জানান।

সজীব ওয়াজেদ লিখেছেন, ‘আজ আমাদের জাতির ইতিহাসে আরেকটি কালো দিন। আজ আমি স্মরণ করছি আমাদের জাতীয় নেতাদের, জেনারেল জিয়াউর রহমানের সামরিক শাসনামলে যাদের ঢাকা কারাগারের অভ্যন্তরে ঠাণ্ডা মাথায় খুন করা হয়। তাঁদের আত্মা শান্তিতে থাকুক। তিনি আক্ষেপ করে বলেন, ‘এই খুনীদের মধ্যে অনেকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডা সহ বিভিন্ন দেশে লুকিয়ে আছে। এই শক্তিশালী রাষ্ট্রগুলো আমাদের বিচার এবং মানবাধিকার নিয়ে উপদেশ দিতে ছাড়ে না, যদিও তারা নিজেরাই দোষী সাব্যস্ত হত্যাকারীদের আশ্রয় দিচ্ছে। আমি তাদেরকে যত দ্রুত সম্ভব খুনীদের ফেরত দেয়ার আহবান জানাই।’
জামায়াতের নিবন্ধন অবৈধ ঘোষণা করে দেয়া হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশের কথা উল্লেখ করে জয় লিখেছেন, ‘আরেকটি উল্লেখযোগ্য ঘটনা আজ ঘটেছে। নির্বাচন কমিশনে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ ঘোষণার পূর্ণাঙ্গ রায় আমাদের হাই কোর্ট প্রকাশ করেছেন। জামাত আর বৈধ রাজনৈতিক দল রইলো না। ১৯৭৫ সাল থেকে স্বাধীনতার চেতনার সাথে যে বিশ্বাসঘাতকতা করা হয়েছে এই রায় সেই কলংক মোচনের পথে আরেকটি উল্লেখযোগ্য পদক্ষেপ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু ।’
আরও পড়ুন

সর্বশেষ