বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বাংলাদেশে বিপুল পরিমানে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যাবসায়ীরা: চেয়ারম্যান, বিডা 

বাংলাদেশে বিপুল পরিমানে যৌথ বিনিয়োগে আগ্রহী ভারতীয় ব্যাবসায়ীরা: চেয়ারম্যান, বিডা 

আজ বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) কর্তৃক, বিডা কনফারেন্স রুমে আয়োজিত এক মিডিয়া ব্রিফিং একথা বলেন বিডার নির্বাহী চেয়ারম্যান মোঃ সিরাজুল ইসলাম।  মিডিয়া ব্রিফিং এ সভাপতির বক্তব্যে তিনি বলেন,  গত ২৩ আগস্ট ২০২২, ভারতের রাজস্থানের রাজধানী জয়পুরে  confederation of Indian Industry (CII) ও  India-Bangladesh Chamber  Of Commerce and Industry (IBCCI) এর আয়োজনে “ ভারত ও বাংলাদেশের মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্ভাবনা শীর্ষক কনফারেন্স অনুষ্ঠিত হয়। B2B এই কনফারেন্সে ভারতীয় বিনিয়োগকারীগণ বাংলাদেশের বিভিন্ন সেক্টরে বিপুল পরিমানে বিনিয়োগের আগ্রহ প্রকাশ করেন এবং বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সাথে যৌথভাবে ভারতীয় কোম্পানি ৯টি ইওআই স্বাক্ষর করে, যার ভারতীয় বিনিয়োগের পরিমাণ হবে প্রাথমিক অবস্থায় ৮০০ কোটি টাকার উপরে। যেমন বাংলাদেশের নিটল নীলয় গ্রুপের সাথে TVS, Three Whiler cargo এর ৩০০ কোটি টাকার বিনিয়োগ ইওআই স্বাক্ষরিত হয়, এছাড়া ভারতীয় বিনিয়োগকারীগণ  TaTa Diesel Generator, Mustard Oil Joint Venture in Bangladesh, Marble & Granite Cutting & Polishing Joint Venture in Bangladesh , জুয়েলারী ইন্ডাস্ট্রি, সিলভার, গোল্ড এন্ড হ্যান্ড মেইড , ট্যুরিজম বিজনেসেও বিনিয়োগের আগ্রহ প্রকাশ করে। এছাড়াও বিজয় এন্টার প্রাইজের সাথে ৫০ কোটি টাকা বিনিয়োগের চুক্তি স্বাক্ষরিত হয়।BIDA CHAIR

এসময়ে মোঃ সিরাজুল ইসলাম আরো বলেন, মাননীয় প্রধানমন্ত্রী আগামী মাসে ভারত সফর করবেন, তখন confederation of Indian Industry (CII) এর সাথে তাঁর মিটিং রয়েছে, যার ফলে আরো বেশি ভারতীয় বিনিয়োগ বাংলাদেশে আসবে।

উল্লেখ্য যে জয়পুরে অনুষ্ঠিত উক্ত কনফারেন্সে প্রধান অতিথি ও কিনোট স্পীকার হিসাবে, মোঃ মোঃ সিরাজুল ইসলাম বাংলাদেশের বিনিয়োগ পরিবেশ তুলে ধরেন, বিভিন্ন সেক্টরে ভারতীয় বিনীয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের উৎসাহ প্রদান।

বিডা আয়োজিত আজকের মিডিয়া ব্রিফিং এ,  IBCCI এর প্রেসিডেন্ট জনাব আব্দুল মাতলুব আহমাদ বলেন, ভারতীয় বনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে খুবই আগ্রহী, বর্তমানে বাংলাদেশ থেকে প্রায় ২ বিলিয়ন ডলারের পন্য ভারতে রপ্তানি হয়, আমরা এটাকে তিন বিলিয়নে উন্নীত করে রপ্তানি বৈষম্য কমিয়ে আনা সহ , বাংলাদেশে ভারতীয় বিনিয়োগ বৃদ্ধির জন্য কাজ করছি।

 মিডিয়া ব্রিফিং এ অন্যান্যের মধ্য শোয়েব চৌধুরী , সহ সভাপতি, IBCCI, এস এম আবুল কালম আজাদ, সাধারণ সম্পাদক, IBCCI,  এম এ আজিজ কর্পোরেট মেম্বার, IBCCI  সহ বিডার উর্ধত্মন কর্মকর্তা এবং প্রিন্ট ও মিডিয়ার সংবাদ প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ