সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এস্টার হাসপাতালের পার্টনারস মিট 

ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেল এস্টার হাসপাতালের পার্টনারস মিট 

বর্ণিল আয়োজনের মধ্য দিয়ে ঢাকার হোটেল সারিনায় অনুষ্ঠিত হয়ে গেল ভারতে অন্যতম বৃহৎ বেসরকারি স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠান এস্টার সিএমআই হাসপাতাল ও এস্টার আরভি হাসপাতালের পার্টনারস মিট।

aster partbers meet (1)প্রতিষ্ঠানটির বাংলাদেশ প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল সেলস ম্যানেজার সপ্তক দাস, নিউরোসার্জারির সিনিয়র কনসালটেন্ড  ডাঃ হরিপ্রকাশ চক্রবর্তী,  হেড এন্ড নেক অনকোলজি বিভাগের প্রধান ডাঃ বিক্রম দীলিপ কেকাটপিওর এবং  এইচপিবি ও লিভার ট্রান্সপ্ল্যান্ট সার্জারী বিভাগের প্রধান কনসালটেন্ড ডাঃ সোনাল আস্থানা। অনুষ্ঠানে বক্তারা বলেন , এস্টার চেষ্টা করে শেষ বিন্দুকণা দিয়ে হলেও একজন রোগীকে সুস্থ করার বিনা চিকিৎসায় একজন মানুষও যাতে মৃত্যুর কোলে ঢলে না পড়ে সে লক্ষেই কাজ করছে প্রতিষ্ঠানটি। স্বল্পমূল্যে সর্বোচ্চ সেবা প্রদানই এস্টারের লক্ষ্য।

 উল্লেখ্য, ভারতসহ সাতটি দেশে এস্টার ডিএম হেলথকেয়ার লিমিটেডের আওতাধীন ২৭ টি হাসপাতাল, ১১৮ টি ক্লিনিক, ৩২৩ টি ফার্মেসি এবং ৬৬ টি ল্যাব রোগীদের সব ধরনের স্বাস্থ্যসেবা প্রদানে বদ্ধপরিকর।

আরও পড়ুন

সর্বশেষ