শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবুস্টার ডোজের জন্য প্রস্তুত চসিকের ৮২ কেন্দ্র

বুস্টার ডোজের জন্য প্রস্তুত চসিকের ৮২ কেন্দ্র

সারাদেশের সঙ্গে মিল রেখে চট্টগ্রামেও করোনার টিকার বুস্টার ডোজ দেওয়ার বিশেষ কর্মসূচি হাতে নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক)। এ কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নগরীর ৪১টি ওয়ার্ডে ৮২টি কেন্দ্র প্রস্তুত করা হয়েছে। মঙ্গলবার (১৯ জুলাই) দিনব্যাপী এ কর্মসূচি চলবে বলে জানিয়েছে চসিকের স্বাস্থ্য বিভাগ।

রোববার (১৭ জুলাই) নগর ভবনের সম্মেলন কক্ষে চসিক মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর সভাপতিত্বে ও প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আকতার চৌধুরীর সঞ্চালনায় ‘গণবুস্টার ডোজ ভ্যাকসিনেশন’ দিবসের প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।

মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, করোনাকে অবহেলা করার কোনো অবকাশ নেই। কোভিড-১৯ প্রতিরোধে ভ্যাকসিন একটি কার্যকরী সমাধান। কোভিড ভ্যাকসিনের সম্পূর্ণ সুফল পেতে হলে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে। প্রতিটি ওয়ার্ডে দুটি করে কেন্দ্র থাকবে। প্রতি কেন্দ্রে ৫০০ জন করে দুই কেন্দ্রে ১ হাজার জনকে বুস্টার ডোজ দেওয়া হবে।

এ সময় চসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. সেলিম আক্তার চৌধুরী জানান, দ্বিতীয় ডোজ গ্রহণের ৪ মাস পার হলেই ১৮ বছর বা তদুর্ধ্ব বয়সি সবাই করোনার টিকার বুস্টার ডোজ নিতে পারবেন। তবে টিকা নিতে আসার সময় অবশ্যই টিকার কার্ড সঙ্গে আনতে হবে।

সভায় বক্তব্য দেন চসিক প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শহীদুল আলম, ওয়ার্ড কাউন্সিলর হাজী নুরুল হক, মো. শহীদুল আলম, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, আবদুস সালাম মাসুম, মো. শাহেদ ইকবাল বাবু, এম আশরাফুল আলম, মো. ইসমাইল, মো. ওয়াসিম উদ্দিন চৌধুরী, শেখ জাফরুল হায়দার চৌধুরী. মো. জাবেদ, পুলক খাস্তগীর, জিয়াউল হক সুমন, গোলাম মো. জোবায়ের, মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, ডা. সরোয়ার আলম, ডা. ইমাম হোসেন রানা প্রমুখ।

আরও পড়ুন

সর্বশেষ