শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদটপদ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট শুরু দুবাইয়ে

দ্বিতীয় গ্লোবাল বিজনেস সামিট শুরু দুবাইয়ে

৩২ দেশে অবস্থিত এনআরবি সিআইপিদের নিয়ে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে দ্বিতীয় দুবাই গ্লোবাল বিজনেস সামিট অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুবাইয়ের শেখ জায়েদ এলাকার একটি অভিজাত হোটেলে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রবাসী কল্যাণ ও কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ।  দুই দিনব্যাপী এই সামিটে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এনআরবি সিআইপি অ্যাসোসিয়েশন আয়োজিত এ সামিটে বাংলাদেশে বিনিয়োগ আর প্রবাসীদের সম্ভাবনার দিক তুলে ধরা হচ্ছে। সংগঠনের সভাপতি সিআইপি মাহতাবুর রহমান প্রবাসীদের জন্য আলাদা অর্থনৈতিক অঞ্চল গঠনের দাবি জানান। প্রবাসীকল্যাণমন্ত্রী এর জবাবে বলেন, বর্তমান সরকার প্রবাসীবান্ধব। সুনির্দিষ্ট প্রস্তাব আর কাঠামো দিলে প্রধানমন্ত্রী তা দ্রুত বাস্তবায়ন করবেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ আবু জাফর, দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কোভিড -১৯ মহামারী সত্ত্বেও, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ২০২০-২১ অর্থবছরে ১.৮৫ বিলিয়ন মার্কিন ডলার (৬.৮ বিলিয়ন দিরহাম) হয়েছে, যা ২০১৮-১৯ সালে ১.৮৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে বেড়েছে। উদ্বোধনী অধিবেশনে কূটনৈতিক কর্মকর্তাসহ ২০০ টিরও বেশি বিনিয়োগকারী এবং সারা বিশ্বের ব্যবসায়ী নেতারা উপস্থিত ছিলেন। এ সময় তারা বিনিয়োগ ও রেমিট্যান্সের সুযোগ, উদ্ভাবন, ব্র্যান্ডিং, ডিজিটাল বাংলাদেশ এবং অর্থনৈতিক মিরাকেলস নিয়ে আলোচনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ