রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৪

গত ২৪ ঘণ্টায় করোনায় শনাক্তের রেকর্ড, ২৪ ঘণ্টায় মৃত্যু ১০৪

টানা দ্বিতীয় দিনের মতো করোনায় আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে ১০০ জনের ওপরে। গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন আরও ১০৪ জন। ২৭ জুন ১১৯ জনের মৃত্যুর কথা জানিয়েছিল স্বাস্থ্য অধিদফতর। আজ মৃত্যু কমলেও শনাক্ত বেড়েছে রবিবারের তুলনায় প্রায় তিন হাজারের বেশি। ২৮ জুন স্বাস্থ্য অধিদফতরের করোনা বিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।

গত ২৪ ঘণ্টায় করোনা শনাক্ত হয়েছেন আট হাজার ৩৬৪ জন। গতকাল এ সংখ্যা ছিল ৫ হাজার ২৬৮ জন। এর আগে গত ৭ এপ্রিল শনাক্তের সংখ্যা ছিল ৭ হাজার ৬২৬ জন।

গত ২৪ ঘণ্টায় করোনার নমুনা সংগৃহীত হয়েছে ৩৬ হাজার ৭৮৩টি, আর নমুনা পরীক্ষা করা হয়েছে ৩৫ হাজার ৫৯টি। দেশে এখন পর্যন্ত করোনার মোট নমুনা পরীক্ষা হয়েছে ৬৫ লাখ ৪১ হাজার ৮৪০টি। এরমধ্যে সরকারি ব্যবস্থাপনায় পরীক্ষা হয়েছে ৪৭ লাখ ৭৪ হাজার ৮৮৬টি, আর বেসরকারি ব্যবস্থাপনায় ১৭ লাখ ৬৬ হাজার ৯৫৪টি।

গত ২৪ ঘণ্টায় ১০৪ জনকে নিয়ে দেশে সরকারি হিসাবে করোনায় মোট মারা গেছেন ১৪ হাজার ২৭৬ জন, আর ২৪ ঘণ্টায় আট হাজার ৩৬৪ জনকে নিয়ে মোট শনাক্ত হয়েছেন আট লাখ ৯৬ হাজার ৭৭০ জন।

এর আগে গত ৭ এপ্রিল করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে সাত হাজার ৬২৬ জন রোগী একদিনে শনাক্ত হয়েছিল। তখন পর্যন্ত দেশে সেটাই ছিল করোনা শনাক্তের সর্বোচ্চ সংখ্যা। কিন্তু আজ সেই সংখ্যাকেও অতিক্রম করেছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, গত ২৪ ঘণ্টায় করোনা রোগী শনাক্তের হার ২৩ দশমিক ৮৬ শতাংশ, আর এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৭১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৯০ দশমিক ০৬ শতাংশ, আর মৃত্যুর হার এক দশমিক ৫৯ শতাংশ।

গত ২৪ ঘণ্টায় ১০৪ জনের মধ্যে পুরুষ মারা গেছেন ৬৮ জন ও নারী ৩৬ জন। দেশে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে পুরুষ মারা গেছেন ১০ হাজার ১৮৬ জন, আর নারী চার হাজার ৯০ জন।

২৪ ঘণ্টায় মৃত ১০৪ জনের মধ্যে বয়স বিবেচনায় ষাটোর্ধ্ব রয়েছেন ৫৮ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ২৩ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে ১৪ জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে চার জন, আর ২১ থেকে ৩০ বছরের মধ্যে ৫ জন। বিভাগভিত্তিক বিশ্লেষণে ঢাকা বিভাগের আছেন ২৭ জন, চট্টগ্রাম বিভাগের ১৯ জন, রাজশাহী বিভাগের ৭ জন, খুলনা বিভাগের ৩৫ জন, বরিশাল বিভাগের ২ জন, রংপুর বিভাগের ৯ জন ও ময়মনসিংহ বিভাগের ৫ জন।

১০৪ জনের মধ্যে সরকারি হাসপাতালে মারা গেছেন ৮২ জন, বেসরকারি হাসপাতালে ১৫ জন এবং বাড়িতে ৭ জন।

গত ২৪ ঘণ্টায় সুস্থ হওয়া তিন হাজার ৫৭০ জনের মধ্যে ঢাকা বিভাগের আছেন এক হাজার ৯৬৩ জন, চট্টগ্রাম বিভাগের ৫২৫ জন, রংপুর বিভাগের ৯৯ জন, খুলনা বিভাগের ৩৬৩ জন, বরিশাল বিভাগের ৫৫ জন, রাজশাহী বিভাগের ৩৭০ জন, সিলেট বিভাগের ১০৯ জন, ময়মনসিংহ বিভাগের ৮৬ জন।

আরও পড়ুন

সর্বশেষ