বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়গণটিকা কার্যক্রম জুলাইয়ে আবারও শুরু হবে : প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

গণটিকা কার্যক্রম জুলাইয়ে আবারও শুরু হবে : প্রধানমন্ত্রীর মুখ্যসচিব

পৃথিবীতে যারাই ভ্যাকসিন বানাচ্ছে তাদের সঙ্গেই যোগাযোগ করছে বাংলাদেশ। দেশে ১৪ হাজার কোটি টাকা ভ্যাকসিনের জন্য বরাদ্দ রাখা হয়েছে। আশা করা হচ্ছে জুলাই থেকে আবারও গণটিকা কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর মুখ্যসচিব ড. আহমদ কায়কাউস। ১৭ জুন প্রধানমন্ত্রী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তিনি এ কথা বলেন। তিনি বলেন, পৃথিবীতে যারাই ভ্যাকসিন বানাচ্ছে তাদের সঙ্গেই যোগাযোগ করছে বাংলাদেশ। এর মধ্যেও এখন পর্যন্ত সবচেয়ে কম দামে ভ্যাকসিন কেনা হয়েছে। শিগগিরই বড় আকারে ভ্যাকসিন মিলবে বলে আশা করা হচ্ছে।

কায়কাউস বলেন, ভ্যাকসিনের বিষয়টা সেলার্স মার্কেট হয়ে গেছে। অগ্রিম কিছু বলা যাচ্ছে না। আগে থেকেই কিছু বললে, অনেকে (দেশ) রাগও করে বসছে। ভ্যাকসিন উৎপাদক দেশগুলো প্রতিশ্রুতি দিচ্ছে, কিন্তু বাস্তবায়ন করছে না। ভূমিহীন ও গৃহহীনদের বিষয়ে তিনি বলেন, আগামী ডিসেম্বরের মধ্যেই আরও এক লাখ ভূমিহীন ও গৃহহীন মানুষ বাড়ি পাবে। সামাজিক আন্দোলনে পরিণত হয়েছে এই গৃহপ্রদান কার্যক্রম। আশ্রয়ণ প্রকল্প একটি নজিরবিহীন ও অসাধারণ কার্যক্রম। করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউনের ব্যাপারে তিনি বলেন, নতুন করে দেশব্যাপী লকডাউনের আর কোনো পরিকল্পনা নেই সরকারের।
আরও পড়ুন

সর্বশেষ