রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনখলিলুর রহমান টানা ৫ম বারের মতো মেট্রোপলিটন চেম্বার সভাপতি

খলিলুর রহমান টানা ৫ম বারের মতো মেট্রোপলিটন চেম্বার সভাপতি

khalilur-rahman-founder-chairman-kds-groupবিনা প্রতিদ্বন্দ্বিতায় টানা পঞ্চমবারের মতো চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) এর সভাপতি নির্বাচিত হয়েছেন খলিলুর রহমান। এছাড়া ২০২১-২০২৩ সালের কমিটির মোট ৪৫ জন পরিচালকই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তন্মধ্যে কেডিএস লজিস্টিক লিমিটেডের চেয়ারম্যান খলিলুর রহমান হলেন সভাপতি।

এছাড়া প্রথম সহ সভাপতি হলেন নামরীন এন্টারপ্রাইজ লিমিটেডের শওকত আলী চৌধুরী। পাঁচজন সহ সভাপতির মধ্যে রয়েছেন দি পূর্বকোণ লিমিটেড এর চেয়ারম্যান জসিম উদ্দিন চৌধুরী, এস. আলম রিফাইন্ড সুগার ইন্ডাস্ট্রিজের সাইফুল আলম মাসুদ, আরাফাত ফ্যাশন গার্মেন্টস্ লিমিটেডের এ.এম. মাহবুব চৌধুরী, দৈনিক আজাদী সম্পাদক এম. এম. মালেক ও মীর পাল্প এন্ড পেপার ইন্ডাস্ট্রি লিমিটেডের মোহাম্মদ আব্দুস সালাম। কমিটিতে কোষাধ্যক্ষ পদ পেয়েছেন এমইবি পেপার এন্ড বোর্ড মিলস্ লিমিটেডের নুরুল আবছার।

৩০ মে বিকেলে সিএমসিসিআই মিলনায়তনে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র ২০২১-২০২৩ সালের জন্য নির্বাচিত পরিচালকবৃন্দ, সিএমসিসিআই ইলেকশান বোর্ডের উপস্থিতিতে অফিস বিয়ারার নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন বোর্ডের চেয়ারম্যান অধ্যক্ষ মুসা সিকদার, সদস্য অধ্যক্ষ আবু তৈয়ব এবং সহকারী অধ্যক্ষ মিসেস হাসিনা খানম উপস্থিত ছিলেন। পরে নির্বাচন কমিশনার নব নির্বাচিত পরিচালকদের নাম ঘোষণা করেন। নির্বাচন তফসিল মোতাবেক ৮ জন অফিস বিয়ারার এর মধ্যে একজন সভাপতি, একজন প্রথম সহ-সভাপতি, পাঁচজন সহ সভাপতি এবং একজন কোষাধ্যক্ষ নির্বাচনের জন্য প্রস্তাব আহ্বান করেন নির্বাচন কমিশনার। উপস্থিত পরিচালকবৃন্দের সর্ব সম্মতিক্রমে ওই আটজন অফিস বিয়ারার নির্বাচন করেন।

২০২১-২০২৩ সালের জন্য নির্বাচিত ৪৫ জন পরিচালকবৃন্দের মধ্যে রয়েছেন, খলিলুর রহমান, শওকত আলী চৌধুরী, সাইফুল আলম মাসুদ, এ. এম. মাহবুব চৌধুরী, এম. এ. মালেক, মোহাম্মদ আব্দুস সালাম, জসিম উদ্দিন চৌধুরী, নূরুল আবছার, মো. সাহাবউদ্দিন আলম, আবুল বাশার চৌধুরী, মোহাম্মদ আব্দুল আউয়াল, মোহাম্মদ আমিনুজ্জামান ভূঁইয়া, শফিক উদ্দিন, আবুল কালাম, ডা. মহসিন জিল্লুর করিম, সেলিম রহমান, আব্দুস সামাদ লাবু, ইকবাল হোসেন চৌধুরী, ইঞ্জিনিয়ার মো. সাখাওয়াত হোসেন, প্রফেসর আহসানুল আলম পারভেজ, মোহাম্মদ নাছিরউদ্দিন, এস. এম. শামীম ইকবাল, এইচ. এম. হাকিম আলী, নাদের খান, প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, সৈয়দ নূরুল ইসলাম, মোহাম্মদ লিয়াকত আলী চৌধুরী, মোহাম্মদ এনামুল হক, হাজী এম.এ. মালেক, এস.এম.আব্দুল হাই, সৈয়দ মোহাম্মদ আবু তাহের, আলহাজ মোহাম্মদ শফি, আবু সাঈদ চৌধুরী, মোহাম্মদ লোকমান হাকিম, ডব্লিউ.আর.আই মাহমুদ রাসেল, মোহাম্মদ মহসিন, মিসেস সুলতানা শিরিন আক্তার, মোহাম্মদ দিদারুল আলম, আমির আলী হোসেন, সাজির আহমেদ, আহমেদুল হক, এম. সোলায়মান, সৈয়দ নজরুল ইসলাম, অজিত কুমার দাশ ও বোরহানুল এইচ চৌধুরী।

শেষে নব নির্বাচিত পরিচালক ও অফিস বিয়ারারদের অভিনন্দন জানান নির্বাচন বোর্ডের পক্ষে অধ্যক্ষ মুসা সিকদার। নব নির্বাচিত সভাপতি খলিলুর রহমান উপস্থিত পরিচালকসহ সংশ্লিষ্ট সকলকে সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়ে আগামীতে সকলের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে মেট্রোপলিটন চেম্বারের কার্যক্রম আরও গতিশীল করার আশাবাদ ব্যক্ত করেন এবং সকলের সু-স্বাস্থ্য কামনা করেন।

আরও পড়ুন

সর্বশেষ