রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, হাসপাতালে সিভিল সার্জন

চট্টগ্রামে করোনায় ২ জনের মৃত্যু, হাসপাতালে সিভিল সার্জন

চট্টগ্রামে করোনায় গত ২৪ ঘন্টায় দুইজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে করোনায় মারা গেলেন ৩৮৮জন। আর ২৪ ঘন্টায় নতুন করে আক্রান্ত হয়েছেন ২৮৭জন। ফলে চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৪০ হাজার ২৮৩ জন। ডেপুটি সিভিল সার্জন ডা. মোহাম্মদ আসিফ খান স্বাক্ষরিত ১ এপ্রিল সকালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। নতুন শনাক্তদের মধ্যে ২৬৭ জন নগরের ও ২০ জন উপজেলার বাসিন্দা। চট্টগ্রামে এ পর্যন্ত শনাক্ত হওয়া ৪০ হাজার ২৮৩ জনের মধ্যে ৩২ হাজার ৬২ নগরের এবং ৮ হাজার ২২১ জন উপজেলার।  এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৮৮ জন। এর মধ্যে ২৮৪ জন নগরের ও ১০৪ জন উপজেলার। সিভিল সার্জন অফিস জানায়, গতকাল বুধবার চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ৫৫ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের ও বিআইটিআইডিতে ৭৫৮ জনের নমুনা পরীক্ষায় ৬৪ জনের দেহে করোনার জীবাণু মিলেছে।

চট্টগ্রাম মেডিক্যাল কলেজে ৬৩৮ জনের নমুনা পরীক্ষা করে করোনা পাওয়া গেছে ৮৮ জনের। কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের তিনজনের নমুনা পরীক্ষা করে একজনের করোনা শনাক্ত হয়।  বেসরকারি হাসপাতালগুলোর মধ্যে শেভরনে ৩৭৮ জনের নমুনা পরীক্ষা করে ৬৪ জনের করোনা পাওয়া যায়। মা ও শিশু হাসপাতালে ৩১ জনের নমুনা পরীক্ষা করে ১৬ জনের এবং আরটিআরএলে ৫২ জনের নমুনা পরীক্ষা করে জানা যায় ৩৮ জনের দেহে করোনা। ডা. মোহাম্মদ আসিফ খান জানান, চট্টগ্রামে করোনা শনাক্তের হার প্রতিদিনই বৃদ্ধি পাচ্ছে। কিন্তু মানুষজন এখনো সচেতন নয়। তাদের মাস্ক পরাতে প্রশাসনকে মাঠে নামতে হয়। অথচ করোনা আক্রান্ত হলে প্রশাসন বা দেশের চেয়ে নিজের ক্ষতিই বেশি। এদিকে  করোনা আক্রান্ত হয়ে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি নগরীর একটি বেসরকারী হাসপাতালে ভর্তি হয়েছেন।

আরও পড়ুন

সর্বশেষ