শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
প্রচ্ছদটপঢাকায় উজবেকিস্থানের নতুন দূতাবাসস্থাপনে উদ্যোগ গ্রহণের জন্য উজবেক রাষ্ট্রদূতের সহায়তা কামনা

ঢাকায় উজবেকিস্থানের নতুন দূতাবাসস্থাপনে উদ্যোগ গ্রহণের জন্য উজবেক রাষ্ট্রদূতের সহায়তা কামনা

ভারতে নিযুক্ত উজবেকিস্থানের মান্যবর রাষ্ট্রদূত একই সাথে বাংলাদেশ, ভুটান, নেপাল শ্রীলংকার দায়িত্বপ্রাপ্ত জনাব দিলশদ আখাতভ (উপ-পররাষ্ট্রমন্ত্রী) আজ উজবেকিস্থানে বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত মোঃ জাহাঙ্গীর আলমের সাথে বাংলাদেশ দূতাবাসে এক সভায় মিলিত হন।E2A993D1-C1A8-44D9-ABD8-201D29644114

আলোচনাকালে বাংলাদেশের রাষ্ট্রদূত তার উজবেক প্রতিপক্ষকে চলতি বছরের এপ্রিলে দু দেশের মধ্যে প্রথম ফরেন অফিস কন্সালটেসন (FOC) আয়োজন, কূটনৈতিক ও অফিসিয়াল পাসপোর্টধারীদের ভিসামুক্ত সুবিধা প্রদান, তাশখন্দ-ঢাকা-তাশখন্দ ও ইউরোপমুখীসরাসরি যাত্রী বাহি ফ্লাইট চালু, দু দেশের মধ্যে তৃতীয় জয়েন্ট ওয়ার্কিংকমিশনের সভা আয়োজন, পর্যটন শিল্পের উন্নয়ন চুক্তি স্বাক্ষর, দ্বৈতকর প্রত্যাহার সংক্রান্ত চুক্তি এবং ঢাকায় উজবেকিস্থানের নতুন দূতাবাসস্থাপনে উদ্যোগ গ্রহণের জন্য উজবেক রাষ্ট্রদূতের সহায়তা কামনা করেন

রাষ্ট্রদূত দিলশদ আখাতভ বিদ্যমান দ্বিপাক্ষিক বিষয়সমূহ তারসরকারের সাথে আলোচনা করে দ্রুত প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করবেন বলে বাংলাদেশের রাষ্ট্রদূতকে আশ্বস্ত করেন।

এ সময়ে বাংলাদেশ দূতাবাসে মিনিস্টার ও উপ মিশন প্রধান নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ ও দিল্লিস্থ উজবেক দূতাবাসের প্রথম সচিব আজমজন মন্সুরভ উপস্থিত ছিলেন।

সভাশেষে উজবেক রাষ্ট্রদূত দূতাবাসের বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেনএবং শেষে পরিদর্শন বহিতে স্বাক্ষর করেন।  

আরও পড়ুন

সর্বশেষ