রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েবঙ্গবন্ধু ----- তুমি চিরঞ্জীব : ফারজানা ইয়াসমিন

বঙ্গবন্ধু —– তুমি চিরঞ্জীব : ফারজানা ইয়াসমিন

বঙ্গবন্ধু ——-

তুমি বাঙালি জাতি সত্তার ধমনীতে বহমান লৌহকণিকা,
হিমালয়সম ব্যক্তি
অদম্য সে ছবি আঁকা।
তোমার মেধার, মননে,বজ্রকন্ঠের সেই উচ্চারণে,
আজও শিহরণ জাগায়
বাঙালীর প্রতিটি স্পন্দনে।8F2BC9CC-EE0B-4877-93C0-40235F369970

নতুন স্বপ্নের বাস্তবতায়
সাহসী, নির্ভিক মুক্তিসেনা
এনেছে বাংলার স্বাধীনতা
সমৃদ্ধির অগ্রযাত্রায়।

তুমি মুক্তির মহানায়ক,
প্রানের অহংকার….
বিনম্র অভিবাদনে তোমায় স্মরি
শত গোলাপের বন্দনায়।

তোমায় চিনে নিতে
বাঙালী করেনি ভুল,
দেখেছে ৭১’,দেখেছে বিজয়,
সৌধে জমেছে প্রানের ফুল।

তোমার আত্নজার বলিষ্ঠ প্রজ্ঞায়
বিশ্বে বাংলা আজ অনন্য সীমায়।
মহামারী, প্রকৃতির বিচিত্র খেলায়,
পরিনত অসম সাহসী এক যোদ্ধায়।

ক্ষমা কোরো,এই আকুতি,
রাখতে পারি যেন তোমার মান,
জীবনের দামে করে গেছো ঋণী
এই বাংলার প্রতিটি প্রাণ।

আরও পড়ুন

সর্বশেষ