রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিএসআরএম কারখানায় দগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

বিএসআরএম কারখানায় দগ্ধ ৩ শ্রমিকের মৃত্যু

রড উৎপাদনকারী প্রতিষ্ঠান বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) মিরসরাইয়ের জোরারগঞ্জ কারখানায় দগ্ধ হয়ে আরও ২ শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, গিয়াস উদ্দিন (২৪) এবং আবুল কাশেম (৬২)। ৭ জুন ভোর রাতে ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পদুয়া বাজার বিশ্বরোড পার হলেই দগ্ধ দুই শ্রমিক মারা যান। এর আগে শনিবার এ ঘটনায় নজরুল ইসলাম নামে এক শ্রমিক মারা যান চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে।

বিষয়টি নিশ্চিত করে বিএসআরএমের জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক ওমর সোয়াহীব বলেন, দুর্ঘটনার শিকার পাঁচ শ্রমিককে আমরা চমেক হাসপাতালে নিয়ে গেলে সেখানে এক শ্রমিক মারা যান। রোববার ঢাকা নেওয়ার পথে কুমিল্লা পার হলে আইসিইউ অ্যাম্বুলেন্সেই মারা যান অপর দুইজন। যে দুইজন জীবিত আছেন তাদের ঢামেকের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে চিকিৎসা চলছে।

তিনি আরও বলেন, ‘বিএসআরএম কারখানায় দুর্ঘটনার রেকর্ড খুব একটা নেই। এই দুর্ঘটনায় আমরা শোকাহত। যারা হতাহত হয়েছেন আমরা তাদের পরিবারের পাশে থাকবো। যে দুইজন ঢাকা মেডিকেলে পৌঁছেছেন তাদের চিকিৎসায় সর্বোচ্চ সাপোর্ট আমরা দিচ্ছি।

চমেক সূত্রে জানা গেছে, দুর্ঘটনায় আহত শ্রমিকদের শ্বাসনালী পুড়ে গেছে। শ্রমিকদের অবস্থা গুরুতর। ঘটনায় দগ্ধ আরও ২ শ্রমিককে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইউনিটে ভর্তি করানো হয়েছে। তারা হলেন, মহিউদ্দিন (৩০), নূর হোসেন (২৮)। মহিউদ্দিনের শরীরের ৮০ ভাগ এবং নূর হোসেনের শরীরের ৬০ ভাগ পুড়ে গেছে।

আরও পড়ুন

সর্বশেষ