রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামে সুস্থ আরও ৩ জনসহ মোট ১০ জন

চট্টগ্রামে সুস্থ আরও ৩ জনসহ মোট ১০ জন

চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংখ্যা বুধবার বাড়লেও আছে সুস্থ হওয়ার সুখবরও। চট্টগ্রামে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে আরও তিনজন সুস্থ হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরছেন।

 ২২ এপ্রিল রাতে করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত চট্টগ্রাম জেনারেল হাসপাতাল আইসোলেশনে চিকিৎসাধীন ৩ জনের দ্বিতীয় নমুনা পরীক্ষায় নেগেটিভ এসেছে জানিয়েছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার জামাল মোস্তফা। তিনি  জানান, চট্টগ্রাম জেনারেল হাসপাতালে করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ থেকে পুরোপুরি সুস্থ হয়েছেন আরও তিনজন। আজ বৃহস্পতিবার দুপুর ২টার পর চিকিৎসকদের পরামর্শে যেকোন মুহুর্তে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরবেন রোগীরা।

এর আগে ২২ এপ্রিল হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৫ জন। তারা হলেন, পাহাড়তলী সাগরিকা এলাকার গার্মেন্টস কর্মকর্তা ওমর আলী, পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকায় মো. কামাল উদ্দিন, হালিশহর শাপলা আবাসিকে করোনা শনাক্ত হওয়া হাসিনা বেগম, চট্টগ্রামে প্রথম দামপাড়ায় আক্রান্ত হওয়া বৃদ্ধের ছেলে জাহেদুল হক। সীতাকুণ্ড উপজেলায় নারায়ণগঞ্জফেরত আক্রান্ত আনোয়ার।

এছাড়াও ২০ এপ্রিল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছিলেন ২ জন করোনা আক্রান্ত রোগী। ওই ২ জনের মধ্যে একজন নগরীর কোতোয়ালী থানার ফিরিঙ্গিবাজারের গোলাম সাইফুদ্দিন মানিক (৫৫)। আরেকজন আকবরশাহ থানার ওমর ফারুক (৩৫)।

বিআইটিআইডিতে এ নিয়ে ১ হাজার ৮৮৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তার মধ্যে এ পর্যন্ত ৭৯ জন রোগী শনাক্ত হয়েছে। সব মিলিয়ে চট্টগ্রাম জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে। নোয়াখালীতে ৫ জন জন, লক্ষ্মীপুরে ২৬ জন, ফেনীতে ২ জন এবং বান্দরবন জেলায় ৩ জন।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয়ের তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত সাতকানিয়া উপজেলায় আক্রান্ত হয়েছেন ৯ জন। এরপরেই বেশি আক্রান্ত হয়েছেন নগরীর পাহাড়তলী থানার সাগরিকা ও খুলশী থানার দামপাড়ার বাসিন্দারা। দুই থানাতেই ৬ জন। আকবর শাহ’র উত্তর কাট্টলীতে রয়েছে ৩ জন। তারপর পাহাড়তলী থানার সরাইপাড়া ২ জন, হালিশহর থানার ২ জন ও পটিয়া উপজেলায় রয়েছে ২ জন। তারপরে ১ জন করে কোতোয়ালীর ফিরিঙ্গাজার, চকবাজারের গোলপাহাড়, পাহাড়তলী থানার সিডিএ মার্কেট, পাচঁলাইশ থানার কাতালগঞ্জ আবাসিক, বন্দর থানার নিমতলা, সীতাকুণ্ড থানার পজেলার গোডাউন রোড, বোয়ালখালী উপজেলার সারোয়াতলী, আনোয়ারা উপজেলার ঔষখাইন, মিরসরাই উপজেলার ১২ নম্বর খৈয়াছড়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড এবং চন্দনাইশ উপজেলার পূর্ব জোয়ারা গ্রামে দশমাসের শিশু, লালখান বাজার পুরুষ বয়স (৪২), বায়েজিদ থানার খুলগাঁও বালুরছরা এলাকার মহিলা বয়স (৪২) এবং ফটিকছড়ি উপজেলার পুরুষ বয়স (২৯)। চট্টগ্রামে শনাক্ত করোনা রোগীদের মধ্যে পাচঁজন মারা গেছেন।

আরও পড়ুন

সর্বশেষ