মঙ্গলবার, মে ২৮, ২০২৪
প্রচ্ছদইসলাম ও জীবনহজ নিবন্ধনের সময় বাড়ছে ১৬ এপ্রিল পর্যন্ত

হজ নিবন্ধনের সময় বাড়ছে ১৬ এপ্রিল পর্যন্ত

চলতি বছরের হজ নিবন্ধন এখন পর্যন্ত কম হওয়ায় ধর্মবিষয়ক মন্ত্রণালয় নিবন্ধনের সময়সীমা ১৬ এপ্রিল পর্যন্ত বাড়িয়েছে। আজ বুধবার মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রায় ৫৫ হাজার হজযাত্রী নিবন্ধন করায় সরকার তৃতীয়বারের মতো এই সময়সীমা বাড়িয়েছে। আগের সময়সীমা ছিল ৮ এপ্রিল পর্যন্ত।

২ মার্চ থেকে শুরু হওয়া হজ নিবন্ধন শেষ হওয়ার কথা ছিল ১৫ মার্চ। সেই সময়সীমা প্রথমে বাড়িয়ে করা হয়েছিল ২৫ মার্চ।

ধর্মবিষয়ক মন্ত্রণালয় ও হজ এজেন্সি অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) জানিয়েছে, করোনাভাইরাসের কারণে এ বছর হজ করতে না পারলে নিবন্ধনকারীরা তাদের অর্থ ফেরত পাবেন।

এ বছর মোট এক লাখ ৩৭ হাজার ১৯৮ জন বাংলাদেশ থেকে হজ পালন করতে যাওয়ার কথা রয়েছে। চাঁদ দেখার উপর ভিত্তি করে ৩১ জুলাই হজ হতে পারে।

আরও পড়ুন

সর্বশেষ