শনিবার, মে ১১, ২০২৪
প্রচ্ছদআরো খবর......আদালত অবমাননা বিষয়ক খন্দকার মাহবুবের আদেশ আজ

আদালত অবমাননা বিষয়ক খন্দকার মাহবুবের আদেশ আজ

আদালত প্রতিনিধিঃ (বিডি সময় ২৪ ডটকম)

সালাহউদ্দিন কাদের চৌধুরীর মৃত্যুদন্ডের রায়ের পর ট্রাইব্যুনালে বিচার সংক্রান্ত বিষয়ে মন্তব্য করায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান খন্দকার মাহবুব হোসেনের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগের ব্যাপারে আজ রবিবার আদেশ দেবে ট্রাইব্যুনাল। শুনানি শেষে এ বিষয়ে আদেশের জন্য রবিবার দিন ধার্যে করেন ট্রাইব্যুনাল। আবেদনের পক্ষে শুনানি করেন প্রসিকিউটর জেয়াদ আল মালুম। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ প্রসিকিউশন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ দায়ের করেন।

উল্লেখ্য, সালাহউদ্দিন কাদের চৌধুরীর রায়ের পর এক প্রতিক্রিয়ায় বাংলাদেশ বার কাউন্সিলের ভাইস চেয়ারম্যান ও আইনজীবী সমিতির সাবেক সভাপতি খন্দকার মাহবুব হোসেনে বলেছেন, “এই বিচারটি একটি প্রহসনের বিচার, রাজনৈতিক প্রতিহিংসার বিচার। ইনশাল্লাহ জাতীয়তাবাদী শক্তি যদি ক্ষমতায় আসে, সত্যিকার অর্থে যারা যুদ্ধাপরাধী, তাদের বিচার হবে এবং নির্দোষ ব্যক্তিরা প্রতিহিংসার জন্য যাদের বিচার করা হয়েছে, কাল্পনিক গল্প দিয়ে যে মামলা তৈরি করা হয়েছে, অবশ্যই সেটা চলে যাবে। যারা এই প্রহসনের বিচারে সম্পৃক্ত, ইনশাল্লাহ বাংলার মাটিতে তাদেরও বিচার হবে।”

আরও পড়ুন

সর্বশেষ