রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদজাতীয়গুচ্ছগ্রামে নতুন আঙ্গিকে উন্নতমানের বাড়ি নির্মাণ করা হবে : ভূমিমন্ত্রী

গুচ্ছগ্রামে নতুন আঙ্গিকে উন্নতমানের বাড়ি নির্মাণ করা হবে : ভূমিমন্ত্রী

Image meeting_290120ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী, এমপি বলেছেন, দেশের অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে সরকারের দারিদ্র বিমোচনে অন্যতম অগ্রাধিকার প্রকল্প গুচ্ছগ্রামে নতুন আঙ্গিকে উন্নতমানের বাড়ি নির্মাণের ব্যবস্থা করতে হবে। বুধবার সচিবালয়ে ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ২০১৯-২০ অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি) বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনা সভায় বক্তব্য রাখতে গিয়ে ভূমিমন্ত্রী এ কথা বলেন। মন্ত্রী আরও বলেন, ‘আমার গ্রাম, আমার শহর’ অঙ্গীকারের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমরা সরকার গঠন করি। গ্রাম বাংলার ভূ-প্রাকৃতিক বিন্যাস ও নৈসর্গিক বৈচিত্র্য অক্ষুণ্ণ রেখে, গ্রামের স্বকীয়তা বজায় রেখে শহরের সকল সুযোগ-সুবিধা গ্রামেই যাতে পাওয়া যায় সে ব্যবস্থা করার উদ্দেশ্যে আমরা কাজ করে যাচ্ছি। এ লক্ষ্যের সাথে সামঞ্জস্য রেখে গুচ্ছগ্রামও নতুন আঙ্গিকে তৈরি করতে হবে। গুচ্ছগ্রাম প্রকল্পের মাধ্যমে সমাজের পিছিয়ে পড়া সুবিধা বঞ্চিত ভূমিহীন ও গৃহহীন মানুষকে সর্বাধিক সুবিধা দিয়ে উন্নয়নের মূলধারায় নিয়ে আসার চেষ্টা করছি আমরা – সাইফুজ্জামান চৌধুরী যোগ করেন।

উল্লেখ্য, ১৯৭২ সালের ২০ ফেব্রুয়ারি তারিখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রামগতি উপজেলা (বর্তমানে লক্ষ্মীপুর জেলার অন্তর্গত) পরিদর্শন করেন। রামগতি উপজেলায় এসে দুর্যোগগ্রস্ত মানুষের পাশাপাশি গবাদি পশু রক্ষার জন্য নিজ হাতে মাটি কেটে কিল্লা স্থাপনের কাজ উদ্বোধন করেন এবং চর পোড়াগাছায় গুচ্ছগ্রাম স্থাপনের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। যা পরবর্তীতে বাস্তবায়িত হয়।

উন্নত বাড়ি তৈরির সক্ষমতা যাচাইয়ের জন্যে গুচ্ছগ্রামের প্রকল্প পরিচালককে ভূমিমন্ত্রী নির্দেশ প্রদান করেন। এছাড়া, বিভিন্ন প্রকল্প সফলভাবে সম্পন্ন করার ব্যাপারেও ভূমিমন্ত্রী সভায় উপস্থিত কর্মকর্তাদের তাগাদা দেন।  ভূমি সচিব মোঃ মাক্ছুদুর রহমান পাটওয়ারী, ভূমি সংস্কার বোর্ডের চেয়ারম্যান উম্মুল হাছনা, ভূমি মন্ত্রণালয় ও এর আওতাধীন দপ্তর/সংস্থার প্রধান, বিভিন্ন প্রকল্পের প্রকল্প পরিচালক সহ ভূমি মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ অন্যান্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ