বুধবার, মে ২৯, ২০২৪
প্রচ্ছদআরো খবর......ট্রাবুন্যালের দুই কর্মচারী ৮ দিনের রিমান্ডে

ট্রাবুন্যালের দুই কর্মচারী ৮ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্ট (বিডি সময় ২৪ ডটকম)

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীর রায়ের খসড়া ফাঁসের ঘটনায় গ্রেফতার হওয়া আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের কর্মচারী নয়ন আলী ও ফারুক মোহাম্মদকে আট দিন করে রিমান্ড নেয়ার অনুমতি দিযেছেন আদালত। শনিবার ঢাকা মহানগর মেজিস্ট্রেট আব্দুস সালাম এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নয়ন ও ফারুককে আদালতে হাজির করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। প্রত্যেককে ১০ দিন করে রিমান্ডে নেয়ার আবেদন করলে আদালত এ আদেশ দেন। একই সঙ্গে তাদের জামিনের আবেদন নাকচ করেন আদালত।

ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) নয়ন আলীকে গ্রেফতারের কথা জানালেনও ফারুক মোহাম্মদের কথা স্বীকার করেনি। তবে শনিবার দুজনকে ১০ দিন রিমান্ডে নেয়ার আবেদন করা হয়।

ডিবি জানায়, অর্থের প্রলোভন দেখিয়ে ও প্ররোচনার ফাঁদে ফেলে নয়নের মাধ্যমে রায়ের খসড়াটি ট্রাইব্যুনালের কম্পিউটার থেকে নিয়েছেন মেহেদী হাসান। মেহেদী আর নয়নের মধ্যস্থতাকারী হচ্ছেন ফারুক।

আরও পড়ুন

সর্বশেষ