শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনবিদেশে চাকরি : চট্টগ্রামে রেজিস্ট্রেশন ৪ অক্টোবর থেকে

বিদেশে চাকরি : চট্টগ্রামে রেজিস্ট্রেশন ৪ অক্টোবর থেকে

অভিবাসন প্রক্রিয়া নিরাপদ, অভিবাসনে শৃঙ্খলা ফিরিয়ে আনা, অভিবাসন ব্যয় কমানো এবং সরকারি ও বেসরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণের উদ্দেশ্যে সরকারিভাবে আবারও ডাটাবেজ তৈরি করা হচ্ছে। ভবিষ্যতে এ ডাটাবেজ থেকেই সরকারি ও বেসরকারিভাবে বিদেশে কর্মী প্রেরণ করা হবে। সরকারি ও বেসরকারিভাবে চট্টগ্রাম বিভাগের বিদেশে বিভিন্ন পেশায় গমনেচ্ছু চাকরি প্রার্থী বাংলাদেশি পুরুষ ও মহিলা কর্মীদের আগামী ৪ অক্টোবর থেকে ১২ অক্টোবর পর্যন্ত চট্টগ্রাম জেলাসহ বিভাগের সকল ইউনিয়ন, পৌরসভা ও সিটি কর্পোরেশনের তথ্য ও সেবা কেন্দ্রসমূহসহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, সরকারি কার্য ভবন(নীচ তলা) আগ্রাবাদ, চট্টগ্রাম অফিসে অনলাইনে নাম রেজিস্ট্রেশন করা যাবে। ইতোমধ্যে ২২ সেপ্টেম্বর থেকে ঢাকা ও বরিশাল বিভাগে রেজিস্ট্রেশন কার্যক্রম শুরু হয়েছে। রেজিস্ট্রেশন সংক্রান্ত সকল তথ্য, চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসকদের কার্যালয়, সিটি কর্পোরেশন, উপজেলা নির্বাহী অফিসার এর কার্যালয়, পৌরসভা কার্যালয় এবং জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস থেকে জানা যাবে। এছাড়া জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো’র (বিএমইটি’র) Website: www.bmet.gov.bd থেকেও তথ্যাদি পাওয়া যাবে। যেকোন তথ্যের জন্য বিএমইটির ফোন নম্বর : ৮৩২৩০০৪, ৮৩২২৯৪৬, ৮৩১৯৩২২, ৮৩১৭৫১১ এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের এ টু আই (একসেস টু ইনফরমেশন) এর ফোন নম্বর : ০৯৬১২০১৬৩৪৫ (সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত যোগাযোগ করা যাবে। এ ছাড়াও জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস, চট্টগ্রাম এর ফোন নম্বর৭২০৮৮১ থেকেও টেলিফোনে প্রয়োজনীয় তথ্য জানা যাবে। তথ্য বিবরণীর।

আরও পড়ুন

সর্বশেষ