শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদআরো খবর......চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চট্টগ্রামে পলিটেকনিক শিক্ষার্থীদের সড়ক অবরোধ

চট্টগ্রাম অফিস (বিডি সময় ২৪ ডটকম)

দু’দফা দাবিতে চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটসহ বিভিন্ন কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক’শ শিক্ষার্থী নগরীর ষোলশহর দু’নম্বর গেট এলাকায় মূল সড়ক অবরোধ করে রেখেছে। এতে নগরীর ব্যস্ততম ও গুরুত্বপূর্ণ ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার সকাল পৌনে ১১টার দিকে শত, শত শিক্ষার্থী নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকে মিছিল নিয়ে এসে সড়কে অবস্থান নেয়। শিক্ষার্থীরা সেখানে বসে বিভিন্ন ধরনের শ্লোগান দিচ্ছেন।

চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্র বিরাজ সেনগুপ্ত ে বলেন, ‘আমরা দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসলেও প্রশাসন আমাদের কথায় কর্ণপাত করছে না। এজন্য আমরা সড়ক অবরোধের মত কর্মসূচী দিতে বাধ্য হয়েছি।’

ঘটনাস্থলে উপস্থিত থাকা নগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার মো.শহীদুল্লাহ বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বুঝিয়ে সড়ক অবরোধ তুলে নেয়ার চেষ্টা করছি।’ অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ঘটনাস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ