সোমবার, মে ৬, ২০২৪
প্রচ্ছদআরো খবর......অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ডাক ভিপি নুরের

অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচি ডাক ভিপি নুরের

ডাকসু নির্বাচনে অনিয়মের প্রতিবাদে এবং পুনরায় নির্বাচনের দাবি জানিয়েছে বুধবার থেকে অনির্দিষ্টকালের জন্য ক্লাস ও পরীক্ষা বর্জনের কর্মসূচিও ঘোষণা করেছেন ডাকসুর নবনির্বাচিত ভিপি নুরুল হক নুর। ১২ মার্চ দুপুর ২টা ৪৫ মিনিটে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে কর্মসূচি ঘোষণা করেন ডাকসুর নবনির্বাচিত ভিপি। এ সময় কোটা আন্দোলনকারী, স্বতন্ত্র প্রার্থী, বিভিন্ন বাম সংগঠনের নেতা-কর্মীরা ও সাধারণ শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন।

নুরুল হক নুর ভিপি এবং সমাজসেবা সম্পাদক পদ ছাড়া অন্য সকল পদে পুনর্নির্বাচন দাবি করে বলেন, সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগের কেউ নির্বাচিত হবেন না। আমরা সাধারণ শিক্ষার্থীদের নিয়ে পুনর্নির্বাচনের আন্দোলন চালিয়ে যাব। এর আগে সোমবারের ডাকসু নির্বাচনকে জালিয়াতি, প্রহসন ও ভোট চুরির নির্বাচন দাবি করে টিএসসির রাজু ভাস্কর্য থেকে মিছিল বের করে বাম সংগঠন ও সাধারণ শিক্ষার্থীরা। সেখান থেকে লাইব্রেরির সামনে দিয়ে অপরাজেয় বাংলা, কলাভবন পার হয়ে উপাচার্যের কার্যালয় হয়ে উপাচার্য বাসভবনের সামনে যায় মিছিলটি। এরপর শামসুন্নাহার হলের পাশ দিয়ে রাজু ভাস্কর্যের সামনে এসে সমবেত হন তারা।

আরও পড়ুন

সর্বশেষ