রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সহযোগী কোম্পানি গঠন করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

সহযোগী কোম্পানি গঠন করবে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের পরিচালনা পর্ষদ একটি সহযোগী কোম্পানি গঠন করার সিদ্ধান্ত নিয়েছে। ইউসিবি মোবাইলে আর্থিক সেবা প্রদানের জন্য সহযোগী কোম্পানি গঠন করবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি নিয়ন্ত্রক সংস্থার সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে সহযোগী প্রতিষ্ঠান গঠন করবে।

প্রাথিমকভাবে সহযোগী কোম্পানির অনুমোদিত ও পরিশোধিত মূলধন যথাক্রমে ৫০০ কোটি ও ৫০ কোটি টাকা থাকবে। ধীরে ধীরে কোম্পানির এই মূলধনের পরিমাণ বাড়ানো হবে। ইউসিবি সহযোগী কোম্পানির ৫১% শেয়ার ধারন করবে। আর বাকী ৪৯% জাতীয়/আর্ন্তজাতিক খ্যাতিসম্পন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) প্রদানকারী প্রতিষ্ঠানকে অফার করার সিদ্ধান্ত নিয়েছে ইউসিবি।

আরও পড়ুন

সর্বশেষ