শনিবার, মে ৪, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিন‘যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান রাষ্ট্রদ্রোহিতা’ : মহিউদ্দিন চৌধুরী

‘যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান রাষ্ট্রদ্রোহিতা’ : মহিউদ্দিন চৌধুরী

যুদ্ধাপরাধীদের পক্ষে যারা অবস্থান নিয়েছেন তারা রাষ্ট্রদ্রোহী বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরী। বুধবার জামাত-শিবিরের নৈরাজ্য, সন্ত্রাস ও হরতালবিরোধী সমাবেশে তিনি এ মন্তব্য করেন। মহিউদ্দিন চৌধুরী বলেন, এদেরও বিচার হতে হবে। কোন সভ্য দেশে যুদ্ধাপরাধীরা ছাড়া পায়নি, বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। উচ্চ আদালতে যুদ্ধাপরাধীদের ফাঁসির আদেশের বিরুদ্ধে যারা জ্বালাও পোড়াও নাশকতা করছে তাদের ধ্বংস অনিবার্য।

সকাল ১১টায় নগরীর দারুল ফজল মার্কেট চত্বরে মহানগর আওয়ামী লীগ সহ-সভাপতি একেএম বেলায়েত হোসেনের এতে সভাপতিত্বে করেন। সমাবেশে বক্তব্য রাখেন, যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল, মহানগর পিপি অ্যাডভোকেট কামাল উদ্দিন আহমেদ, মহানগর জাসদ সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বাবুল, ওয়াকার্স পাটির সম্পাদক অ্যাডভোকেট আবু হানিফ, মহানগর আওয়ামী লীগ নেতা শফিকুল ইসলাম ফারুক, বখতেয়ার উদ্দিন খান, কাউন্সিলর জহিরুল আলম দোভাষ, আবুল মনসুর, মোমিনুল হক, যুবলীগ আহ্বায়ক মহিউদ্দিন বাচ্চু, ফরিদ মাহমুদ, ছাত্রলীগ সভাপতি এমআর আজিম, যুবলীগের নেছার আহম্মদ, হেলাল উদ্দিন, বেলায়েত হোসেন রুবায়েত প্রমুখ।
পরে মহানগর যুবলীগের একটি মিছিল নিউ মার্কেট ঘুরে দারুল ফজল মার্কেটের সামনে এসে শেষ হয়। অন্য দিকে সকাল থেকে নগরীর ২২ পয়েন্টে সামাজিক প্রতিরোধ কমিটির ব্যানারে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে মিছিল সমাবেশ করেন।
আরও পড়ুন

সর্বশেষ