রবিবার, মে ২৬, ২০২৪
প্রচ্ছদটপসোলিহকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা

সোলিহকে আনুষ্ঠানিক বিজয়ী ঘোষণা

মালদ্বীপের নির্বাচন কমিশন আনুষ্ঠানিকভাবে দেশটির জাতীয় নির্বাচনে বিরোধীদলীয় প্রার্থী ইব্রাহিম মোহাম্মদ সোলিহকে বিজয়ী ঘোষণা করেছে। তবে প্রেসিডেন্ট আব্দুল্লাহ ইয়ামিন বিলম্বে ফল প্রকাশ করতে চেয়েছিলেন। শনিবার এ ফল প্রকাশ করা হয়েছে বলে বার্তা সংস্থা রয়টার্সের খবরে বলা হয়েছে। নির্বাচন কমিশনার সচিব সালাহ রশিদ বলেন, সোলিহের মালদিভিয়ান গণতান্ত্রিক পার্টি ১৬ দশমিক ৮ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হয়েছে। ৮৯ দশমিক ২ শতাংশ ভোট পড়েছে। নির্বাচন কমিশনার আহমেদ শরিফ বলেন, বৃহস্পতিবার নির্বাচন নিয়ে কমিশন ৪২৩ অভিযোগ পেয়েছে। যার মধ্যে ১৯৪টি বড় অভিযোগ রয়েছে। রাজধানী মালেতে আহমেদ শরিফ সাংবাদিকদের বলেন, অভিযোগ ব্যুরো ও কমিশন সিদ্ধান্ত নিয়েছে, যেসব অভিযোগ দাখিল করা হয়েছে, তা নির্বাচনের ফল প্রকাশে বাধা হয়ে দাঁড়াবে না।

তিনি বলেন, শনিবারের নির্বাচনের পর পাঁচ নির্বাচন কমিশনকেই টেলিফোনে হুমকি পেয়েছেন। বেশ কিছু ফোন কলে আমাদের শারীরিকভাবে আঘাতের হুমকি দেয়া হয়েছে। কিন্তু আমরা সেসব হুমকিতে সাড়া দিইনি। কারণ রাষ্ট্রীয় নিরাপত্তা বাহিনী আমাদের সবাইকে নিরাপত্তা দিচ্ছে। দেশটির পুলিশ ও সেনাবাহিনী জানিয়েছে, তারা নির্বাচনের ফলকে স্বাগত জানাচ্ছে। সোমবার ইয়ামিন নির্বাচনের ফল মেনে নিলেও পরে তার দল ফল প্রকাশের বিলম্বের আবেদন জানিয়েছে। বিরোধীরা যেটিকে ফল বাতিলের চেষ্টা হিসেবেই দেখছেন।

আরও পড়ুন

সর্বশেষ