শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদইন্টারভিউনাস্তিকরাও স্বর্গে যাবেন: পোপ

নাস্তিকরাও স্বর্গে যাবেন: পোপ

ইন্টারন্যাশনাল ডেস্কঃ (বিডি সময় ২৪ ডটকম)

মুক্ত মনের মানুষ হিসেবে সুপরিচিত পোপ ফ্রান্সিস। তিনি প্রায়ই ধর্ম-বর্ণ নির্বিশেষে মানবতার কথা বলেন। এ নিয়ে তাঁকে সাধুবাদও জানানো হয় তেমনি সমালোচনাও কম হয় না। সম্প্রতি তিনি বললেন, বিবেকবান হলে অবিশ্বাসীদেরও ক্ষমা করে দেবেন স্বয়ং ঈশ্বর। ‘লা রিপাবলিকা’ পত্রিকার প্রতিষ্ঠাতা ইউজেনিও স্কালফারিকে লেখা এক খোলা চিঠিতে পোপ এ মন্তব্য করেন।
পোপ লেখেন: “আপনি জানতে চেয়েছেন, খ্রিস্টানধর্মে যারা ঈশ্বরকে কিংবা এ ধর্মে বিশ্বাস করে না তারা ঈশ্বরের ক্ষমা পাবে কিনা। আমি বলব, ঈশ্বর অসীম দয়ালু। খাঁটি এবং বিবেকবোধসম্পন্ন হৃদয়ের মানুষ হলে তাঁর দয়ার অভাব হবে না”। এজন্যে যারা ঈশ্বরে বিশ্বাসী নন তাদের বিবেকবোধ দিয়ে কাজ করাটাই শ্রেয় বলে মন্তব্য করেন পোপ। উল্লেখ্য, পোপ ফ্রান্সিস এর আগে জুলাইয়ে সমকামীদের প্রসঙ্গ বলেছিলেন, “কেউ সমকামী হয়েও ঈশ্বরে বিশ্বাসী হলে তার বিচার করার আমি কে?”

আরও পড়ুন

সর্বশেষ