শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়সামিট টেকনোপলিসের সাথে বাংলাট্রনিক্স টেকনোলজির চুক্তি সই

সামিট টেকনোপলিসের সাথে বাংলাট্রনিক্স টেকনোলজির চুক্তি সই

সামিট গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান, সামিট টেকনোপলিসের সাথে চীন-বাংলাদেশ জয়েন্ট ভেঞ্চার কোম্পানী বাংলাট্রনিক্স টেকনোলজির একটি চুক্তি সই হয়েছে। চুক্তি অনুযায়ী, বাংলাট্রনিক্স টেকনোলজি গাজীপুরের কালিয়াকৈরে অবস্থিত সামিট টেকনোপলিসের ফ্যাক্টরি বিল্ডিংয়ে মোবাইল ফোন সংযোজন, রাউটার, চার্জারসহ অন্যান্য যন্ত্রাংশ উৎপাদন করবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সামিট গ্রুপের চেয়ারম্যান মুহাম্মদ আজিজ খান, সামিট পাওয়ার ইন্টারন্যাশনালের এমডি এন্ড সিইও আয়েশা খান, সামিট কর্পোরেশনের এএমডি ফয়সাল খান, অপারেশন ডিরেক্টর জেমস ইয়াক, বাংলাট্রনিক্স টেকনোলজি’র ম্যানেজিং ডিরেক্টর ইঞ্জি. মজিবুর রহমান এবং ডিরেক্টর (ফিন্যান্স) ইঞ্জি.  ইমরুল হাসান। এছাড়া দুটি কোম্পানীর উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন

সর্বশেষ