রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদটপছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীদের ডেকেছেন শেখ হাসিনা

ছাত্রলীগের শীর্ষ পদপ্রত্যাশীদের ডেকেছেন শেখ হাসিনা

ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদক পদপ্রত্যাশীদের গণভবনে ডেকেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আগামী ৪ জুলাই সন্ধ্যা ৬টায় গণভবনে পদপ্রত্যাশী সব নেতার সঙ্গে কথা বলবেন তিনি। ছাত্রলীগের সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন যুগান্তরকে এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতির পক্ষ থেকে তাদের জানানো হয়েছে, ৪ জুলাই পদপ্রত্যাশীদের সঙ্গে কথা বলবেন তিনি। প্রসঙ্গত, গত ১১ ও ১২ মে ছাত্রলীগের ২৯তম জাতীয় সম্মেলন হয়। দ্বিতীয় অধিবেশনের পর কমিটি ঘোষণার নিয়ম থাকলেও শীর্ষ পদের জন্য শক্তিশালী ও অনুপ্রবেশমুক্ত নেতৃত্ব বাছাইয়ে সময় নেন সংগঠনটির অভিভাবক আওয়ামী লগি সভাপতি শেখ হাসিনা। ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক পদপ্রত্যাশী ৩২৩ জনের বায়োডাটা বিভিন্ন মাধ্যমে যাচাইবাছাইয়ের পর ডাকা হচ্ছে তাদের। ইতিমধ্যে পদপ্রত্যাশীদের সম্পর্কে বিস্তারিত খোঁজ-খবর নেয়া হয়েছে। আওয়ামী লীগের কেন্দ্রীয় একাধিক নেতা জানান, গণভবনে ডেকে কথা বলেই ঘোষণা করা হবে ছাত্রলীগের নতুন নেতৃত্ব। পদপ্রত্যাশীদের সঙ্গে প্রধানমন্ত্রী কথা বলবেন। তাদের কথাও শুনবেন।

আরও পড়ুন

সর্বশেষ