রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদটপকার্গো প্লেনে নিষেধাজ্ঞা তুলে নিলো যুুক্তরাজ্য

কার্গো প্লেনে নিষেধাজ্ঞা তুলে নিলো যুুক্তরাজ্য

অবশেষে বাংলাদেশ থেকে সরাসরি আকাশপথে পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছে যুক্তরাজ্য। নিরাপত্তাজনিত কারণে দুই বছর ধরে এ নিষেধাজ্ঞা জারি রেখেছিল ইউরোপের দেশটি। ১৮ ফেব্রুয়ারি বিকেলে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কনফারেন্স রুমে সংবাদ সম্মেলন করে নিষেধাজ্ঞা প্রত্যাহারের ঘোষণা দেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার অ্যালিসন ব্লেক। এসময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী একেএম শাহজাহান কামাল এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) সদস্য মোস্তাফিজুর রহমান উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনে নিষেধাজ্ঞা প্রত্যাহার সংক্রান্ত একটি নথি মন্ত্রীর হাতে তুলে দেন ব্রিটিশ হাইকমিশনার।

নিরাপত্তার অজুহাত দেখিয়ে ২০১৬ সালের মার্চ মাসে ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে যুুক্তরাজ্যে সরাসরি পণ্য পরিবহনে নিষেধাজ্ঞা আরোপ করা হয়। এই নিষেধাজ্ঞা প্রত্যাহার করার জন্য ঢাকাকে কয়েকটি শর্ত দেয় যুক্তরাজ্য। শর্ত অনুযায়ী নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নে একটি সেদেশেরই একটি কোম্পানিকে নিয়োগ দেয় বাংলাদেশ সরকার।

আরও পড়ুন

সর্বশেষ