সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদজাতীয়বিএনপি ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না : সিইসি

বিএনপি ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না : সিইসি

বিএনপি ছাড়া নির্বাচন হলে তা অংশগ্রহণমূলক হবে না বলে মন্তব্য করেছেন খোদ প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে. এম. নুরুল হুদা। শুক্রবার সিইসি বলেন, ‘কখনই না, বিএনপি ছাড়া নির্বাচন সফল হয় কীভাবে। বিএনপি, রাজনৈতিক অঙ্গনে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবস্থান আছে তার। সুতরাং তাকে ছাড়া অংশগ্রহণমূলক নির্বাচন হবে না—এটা আমরা আগেও বলেছি, এখনো বলি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সিইসি এসব কথা বলেন। প্রধান নির্বাচন কমিশনারের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতেই সাংবাদিকরা তাঁর কাছে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে চলমান মামলা নিয়ে বিএনপির অভিযোগ বিষয়ে জানতে চাওয়া হয়।

জবাবে কে. এম. নুরুল হুদা বলেন, ‘কোর্টের ব্যাপারটি একেবারেই আইনের ব্যাপার। এখানে আমার কোনো মন্তব্য করার সুযোগ নেই। আমরা বারবার বলি, আমাদের নির্বাচন কমিশনের নিরপেক্ষতা থাকবে, সব দল একই সুযোগ-সুবিধা পাবে। এখন নির্বাচনের মাঠে কে কী প্রচার করবে, সেটা তো আমরা নির্ধারণ করতে পারি না।

এদিকে সকালে রাষ্ট্রপতি পদে মো. আবদুল হামিদের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়। দলের পক্ষে এ মনোনয়নপত্র নিতে আসেন সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজসহ তিন হুইপ। এ নির্বাচনের নির্বাচনী কর্তা সিইসি জানান, যাচাই-বাছাইয়ের পর একক প্রার্থী থাকলে তখন তাঁকেই রাষ্ট্রপতি পদে নির্বাচিত বলে ঘোষণা করা হবে। রাষ্ট্রপতি পদে মনোনয়নপত্র জমার শেষ দিন ৫ ফেব্রুয়ারি।

আরও পড়ুন

সর্বশেষ