শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৮৫ কোটি টাকা দিয়েছে বিএবি

প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৮৫ কোটি টাকা দিয়েছে বিএবি

FB_IMG_1503486954653  FB_IMG_1503486858192 FB_IMG_1503486900390প্রধানমন্ত্রীর ত্রাণ ও কল্যাণ তহবিলে ৮৫ কোটি টাকা দিয়েছে ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস (বিএবি)।  প্রেস সচিব জানান, এসময় প্রধানমন্ত্রী দেশের সাম্প্রতিক বন্যা ও এর মোকাবিলায় সরকারের নেওয়া পদক্ষেপের কথা তুলে ধরেন। প্রধানমন্ত্রী বলেন, “এবার আগাম বন্যায় ফসল নষ্ট হয়েছে। আমরা পানি নামার সাথে সাথেই ফসল লাগানোর ব্যবস্থা করছি এবং পানি নামার পর যাতে রোগ না হয় সে ব্যাপারে সবরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। বন্যা মোকাবিলায় প্রধানমন্ত্রী কার্যালয় ও সশস্ত্র বাহিনী বিভাগসহ সরকারের বিভিন্ন বিভাগের কাজ করার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, “বইপত্র নষ্ট হয়েছে। বইপত্রের ব্যবস্থা করছি আমরা। বন্যাতে সাধারণত রাস্তাঘাটের ক্ষতি হয়। বন্যা গেলেই এ কাজগুলো শুরু করা হবে। বিভিন্ন দুর্যোগের সময় ব্যাংকারদের এগিয়ে আসার কথা উল্লেখ করে এজন্য তাদেরকে ধন্যবাদ FB_IMG_1503486942709জানান শেখ হাসিনা। বিএবি চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার বেসরকারি খাত বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এসময় উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

সর্বশেষ