বৃহস্পতিবার, মে ৯, ২০২৪
প্রচ্ছদটপ৫৬টি ইউপিসহ পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে ভোট গ্রহণ চলছে

৫৬টি ইউপিসহ পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে ভোট গ্রহণ চলছে

দেশের বিভিন্ন জেলার ৫৬টি ইউনিয়ন পরিষদসহ (ইউপি) পৌরসভা ও জেলা পরিষদের বিভিন্ন পদে সাধারণ নির্বাচন, উপনির্বাচন ও স্থগিত ভোট পুনরায় গ্রহণ চলছে। বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হওয়া ভোট একটানা বিকাল ৪টা পর্যন্ত চলবে। এর মধ্যে ২২টি ইউপিতে সাধারণ, ৩৪টি ইউপিতে উপনির্বাচন এবং দুটি ইউপিতে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। একই সঙ্গে পাবনার সুজানগর পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডে উপনির্বাচন ও সাতক্ষীরা জেলা পরিষদের স্থগিত দুটি ওয়ার্ডে ভোটগ্রহণ করা হচ্ছে।

ভোটগ্রহণ সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে গত মঙ্গলবার ২৬ জেলার জেলা প্রশাসক (ডিসি) ও জেলা পুলিশ সুপারদের চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এতে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা জোরদার ও অন্যান্য ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে। চিঠি যেসব জেলার ডিসি ও এসপিকে পাঠানো হয়েছে সেগুলো হচ্ছে  ঠাকুরগাঁও, লালমনিরহাট, রংপুর, নওগাঁ, সিরাজগঞ্জ, নাটোর, পাবনা, বগুড়া, ঝিনাইদহ, সাতক্ষীরা, টাঙ্গাইল, কিশোরগঞ্জ, নরসিংদী, রাজবাড়ী, মাদারীপুর, শরীয়তপুর, পিরোজপুর, পটুয়াখালী, বরিশাল, সিলেট, ফেনী, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, চট্টগ্রাম ও রাঙামাটি।

আরও পড়ুন

সর্বশেষ