সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনমা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মমতা’র জাতীয়...

মা ও শিশু স্বাস্থ্য সেবা কার্যক্রমে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ মমতা’র জাতীয় পুরষ্কার অর্জন

MAMATA-ACHIEVED-NATIONAL-AWপরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কার্যক্রম বাস্তবায়নে অসামান্য অবদানের জন্য ২০১৬-২০১৭ সালে জাতীয় পর্যায়ে ক্লিনিক্যাল সেবা কার্যক্রমের স্বীকৃতি স্বরূপ এবারো জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট অর্জন করলো চট্টগ্রামের স্বনামধন্য বেসরকারী স্বেচ্ছাসেবী সংগঠন মমতা। আজ ১১ জুলাই, রোজ মঙ্গলবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত বিশ্ব জনসংখ্যা দিবস ২০১৭ উদযাপন উপলক্ষে আয়োজিত জাতীয় অনুষ্ঠানে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী  জনাব মোহাম্মদ নাসিমের কাছ থেকে শ্রেষ্ঠ বেসরকারি সংস্থা (ক্লিনিক) পুরস্কার গ্রহণ করেন মমতার প্রধান নির্বাহী ও সাবেক লায়ন্স জেলা গভর্নর লায়ন আলহাজ্ব রফিক আহমেদ। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জনাব জাহিদ মালেক,অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মন্ত্রনালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ সচিব জনাব মোঃ সিরাজুল ইসলাম ।

অপরদিকে চট্টগ্রাম বিভাগীয় এবং জেলা পর্যায়েও মা ও শিশু স্বাস্থ্য সেবায় চট্টগ্রামের শ্রেষ্ঠ বেসরকারী সংস্থা হিসেবে মমতা পুরষ্কার লাভ করে। চট্টগ্রাম পরিবার পরিকল্পনা অধিদপ্তর এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রনালয় এর যৌথ এ আয়োজনের এই অনুষ্ঠানে বিভাগীয় পর্যায়ে প্রথম হওয়ায় মমতার পক্ষে স্বপ্না তালুকদারকে এ পুরষ্কার হাতে তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন। উল্লেখ্য, ১৯৯১, ১৯৯৯, ২০০০, ২০০২, ২০০৭, ২০১০, ২০১২, ২০১৩, এবং ২০১৬ সালেও পরিবার পরিকল্পনা এবং মা ও শিশু স্বাস্থ্য কর্মসূচিতে প্রশংসনীয় অবদানের জন্য এই পর্যন্ত ১০ বার  বিশ্ব জনসংখ্যা দিবসে বেসরকারি সংগঠন হিসেবে শ্রেষ্ঠ পুরস্কার লাভ করেছিল মমতা। জাতীয় , বিভাগীয় ও জেলা পর্যায়ে বেসরকারী সংস্থা হিসেবে শ্রেষ্ঠত্ব অজর্নের অভিমত প্রকাশ করতে গিয়ে মমতা’র প্রধান নির্বাহী রফিক আহমেদ বলেন, মমতা’র সর্বদা সাধারন মানুষের সুবিদার্থে নিবেদিত হয়ে কাজ করে এবং সেই কাজেরই স্বীকৃতিস্বরূপ আমাদের এই অর্জন। আমাদের নিবেদিত ডাক্তার, কর্মীরা মানবিক মূল্যবোধের বিবেচনায় সেবা দিয়ে আসছে। এই পুরষ্কার শুধু সংস্থা হিসেবে মমতা’র একার নয় বরং এটি পুরো চট্টগ্রামের অর্জন।

আরও পড়ুন

সর্বশেষ