সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদটপরোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেবে জাতিসংঘ

রোহিঙ্গাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেবে জাতিসংঘ

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন, বাংলাদেশ থেকে রোহিঙ্গাদের ফিরিয়ে নিতে মিয়ানমারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেবে জাতিসংঘ। রোববার দুপুরে সচিবালয়ে বাংলাদেশ সফররত জাতিসংঘের মানবাধিকার ও শরণার্থী বিষয়ক প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান মন্ত্রী। বৈঠকে প্রতিনিধিদলটির নেতৃত্ব দেন জাতিসংঘের কর্মকর্তা ফিলিপো গ্রান্ডি।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন, আজকের বৈঠকেই এই উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছে প্রতিনিধি দলটি। তিনি বলেন, বর্তমানে বাংলাদেশে পাঁচ লাখের বেশি রোহিঙ্গা রয়েছে। বিষয়টি ওই প্রতিনিধিদলের সামনে তুলে ধরা হয়েছে। রোহিঙ্গাদের কারণে দেশের পরিবেশ ও নিরাপত্তার ঝুঁকি রয়েছে বলেও প্রতিনিধিদলকে জানিয়েছেন মন্ত্রী। জাতিসংঘের প্রতিনিধিদলের বরাত দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, তাঁরা বিষয়গুলো নিয়ে কাজ করছেন। এ বিষয়ে মিয়ানমার সরকারের সঙ্গে আলোচনার উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছে দলটি। আলোচনার উদ্যোগ কবে নেওয়া হবে বা কবে নাগাদ রোহিঙ্গাদের ফেরতের বিষয়ে আলোচনা হবে তা জানতে চাইলে আসাদুজ্জামান খাঁন কামাল বলেন, ‘এই বিষয়টি এখনো স্পষ্ট হয়নি।

আরও পড়ুন

সর্বশেষ