সোমবার, মে ২০, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েপাহাড়ধসে দুই ভাইসহ তিন শিশু নিহত

পাহাড়ধসে দুই ভাইসহ তিন শিশু নিহত

খাগড়াছড়ির রামগড় ও লক্ষ্মীছড়ি উপজেলায় প্রবল বৃষ্টিপাতের কারণে পাহাড়ধসে দুই ভাইসহ তিন শিশু নিহত হয়েছে। রোববার ভোরে রামগড় উপজেলার প্রত্যন্ত এলাকায় বুদুংছড়া ও লক্ষ্মীছড়ি উপজেলার যতীন কার্বারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত তিন শিশু হলো বুদুংছড়া এলাকার মোস্তফার ছেলে মো. নূরনবী (১৪) ও মো. নূর হোসেন (১০) এবং যতীন কার্বারীপাড়া এলাকার নিপন চাকমা (৭)। রামগড় যুব রেড ক্রিসেন্ট ইউনিটের প্রধান করিম শাহ এবং রেডক্রিসেন্ট স্বেচ্ছাসেবী সাইফুল ইসলাম বিষয়টি জানিয়েছেন।

করিম শাহ জানান, ভোররাতে প্রবল বৃষ্টিপাতের পর মোস্তফার মাটির ঘরের ওপর পাহাড় ধসে পড়ে। এতে ঘরটি বিধ্বস্ত হয়। এ সময় ঘরে থাকা দুই শিশু নূরনবী ও নূর হোসেন মাটির নিচে চাপা পড়ে। খবর পেয়ে রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবীরা ঘটনাস্থলে গিয়ে স্থানীয় লোকজনের সহায়তায় তাদের লাশ উদ্ধার করে। রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম ও সহকারী পুলিশ সুপার (রামগড় সার্কেল) সৈয়দ ফরহাদ ঘটনাস্থলে পুলিশ পাঠানোর কথা জানিয়েছেন। এদিকে, জেলার লক্ষ্মীছড়ি উপজেলার যতীন কার্বারীপাড়া এলাকায় পাহাড় ধসে নিপন চাকমা নামের এক শিশু নিহত হয়েছে। লক্ষ্মীছড়ি উপজেলা চেয়ারম্যান সুপারজ্যোতি চাকমা বিষয়টি নিশ্চিত করেছেন।

আরও পড়ুন

সর্বশেষ