রবিবার, মে ১৯, ২০২৪
প্রচ্ছদটপঈদের আগাম টিকেট নিতে ভিড় উপচে পড়েছে কমলাপুরে

ঈদের আগাম টিকেট নিতে ভিড় উপচে পড়েছে কমলাপুরে

এবিষয়ে ১০ নম্বর কাউন্টারের বিক্রেতার বলেন, “চারটা কাউন্টার থেকে টিকেট দেওয়া হয়। এ কারণে টিকেট শেষ। সকাল থেকে কয়টি টিকেট বিক্রি করেছেন জানতে চাইলে কোনো কথা বলতে অস্বীকৃতি জানান তিনি। রাজশাহীর পদ্মা ও সিল্কসিটি ট্রেনের সব টিকেট বিক্রি সকাল ১০টার মধ্যেই শেষ হয়ে যায়। এরপর শুধু ঈদ স্পেশাল ট্রেনের টিকেট দেওয়া হয় যাত্রীদের। চট্টগ্রাম রুটের ট্রেনের টিকেটের ভিড় থাকলেও তা অন্য রুটের তুলনায় কম। কিশোরগঞ্জের টিকেটের জন্য এসেছেন তিন বন্ধু আশরাফুল হাই, নূরে আলম শেখ এবং জয় রায়। ঢাকার একটি মেসে থেকে ভর্তি কোচিং করছেন তারা। সেহরির পর কমলাপুরে এসেছেন তারা; জানান, টিকেট পেয়েছেন। কোচিং শেষ হওয়ার পর যেতে হবে। এজন্য ট্রেনের টিকেট কিনলাম। সবাই একসঙ্গে মজা করে যাব।

ইউনিয়ন ব্যাংকের কর্মকর্তা আজগর আলী চট্টগ্রামের টিকেটের জন্য মঙ্গলবার ভোরে এসেছেন। সকাল ১০টার দিকে টিকেট পেয়েছেন তিনি। টিকেট দিতে দেরির অভিযোগ করেন তিনি।তূর্ণা নিশিথার টিকেট চেয়েছিলাম। কিন্তু দিয়েছে সুবর্ণ এক্সপ্রেসের ট্রেন। প্রত্যাশিত টিকেট পেয়েছি। কিন্তু আমাদের এই কাউন্টারে টিকেট দিতে দেরি করেছে। তবে স্টেশনের ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টিও জানিয়েছেন যাত্রীদের কেউ কেউ। রংপুরের টিকেটের জন্য ভোরে কাউন্টারে এসেছেন আদমজী ইপিজেড হেলথ সেন্টারের জেষ্ঠ্য নার্স রহিমা। লালমনি এক্সপ্রেসের কাঙ্ক্ষিত টিকেট পেয়েছেন তিনি। এখানে নিরাপত্তা ব্যবস্থা ভালো ছিল। এছাড়া কেউ সিরিয়াল ভেঙে টিকেট কিনতে পারেনি। শৃঙ্খলা মোটামুটি ভালো ছিল।

আরও পড়ুন

সর্বশেষ