শুক্রবার, মে ১৭, ২০২৪
প্রচ্ছদচট্রগ্রাম প্রতিদিনচট্টগ্রামবাসীর মুখে শুনতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি সেবা পেতে চান

চট্টগ্রামবাসীর মুখে শুনতে চাই আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে কি সেবা পেতে চান

চট্টগ্রাম কতটা সেফ আছে তা জানতে এখানে এসেছেন বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। মন্ত্রী বলেন, সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। প্রধানমন্ত্রী ভয়ংকর জঙ্গি ও সন্ত্রাসীদের মোকাবেলার যে ডাক দিয়েছিলেন তাতে মানুষ ঐক্যবদ্ধ হয়ে সমর্থন দিয়েছেন। এর ফলে আমরা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সক্ষম হয়েছি। ‘কিন্তু চট্টগ্রাম কতটা সেফ আছে সেটা আমি দেখতে এসেছি। চট্টগ্রামবাসীর মুখে আমি শুনতে চাই তারা আইনশৃঙ্খলা বাহিনীর কাছ থেকে আর কি কি সেবা পেতে চান। ১৬ এপ্রিল দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী। সভায় চট্টগ্রামের বিভিন্ন উপজেলার চেয়ারম্যান, পৌর মেয়রসহ জনপ্রতিনিধি এবং প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত আছেন। এতে সভাপিতত্ব করছেন চট্টগ্রামের জেলা প্রশাসক মো. সামসুল আরেফিন। উপস্থিত আছেন চট্টগ্রামের পুলিশ সুপার নূরে আলম মিনাও। আইনশৃঙ্খলা সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর কোস্টগার্ডের একটি কর্মসূচিতে যোগ দেওয়ার কথা রয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ