মঙ্গলবার, মে ২১, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়উত্তরায় যাচ্ছে বিজিএমইএর কার্যালয় : সভাপতি

উত্তরায় যাচ্ছে বিজিএমইএর কার্যালয় : সভাপতি

আদালতের বেঁধে দেওয়া ছয় মাসের মধ্যেই তৈরি পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) কার্যালয় হাতিরঝিল এলাকা থেকে সরিয়ে নেওয়া হবে। সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান জানিয়েছেন, উত্তরায় সরিয়ে নেওয়া হচ্ছে সংগঠনের কার্যালয়। রোববার বিজিএমইএয়ের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানান সিদ্দিকুর রহমান। বিজিএমইএয়ের সভাপতি বলেন, ‘আমাদের এ ভবন না সরালে দেশ-বিদেশে ইমেজ সংকট হবে। তাই দ্রুত চলে যেতে পারলেই আমরা ইমেজ সংকট থেকে বেঁচে যাব। তিনি বলেন, ‘আমরা যত দ্রুত সম্ভব কার্যালয় সরিয়ে রাজধানীর উত্তরায় চলে যাব। আমরা সব সময় আদালতের রায়ের প্রতি শ্রদ্ধাশীল।

হাতিরঝিলে নির্মিত বিজিএমইএ ভবন ভাঙতে ছয় মাস সময় দিয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। আজ সকালে এ সময় দিয়েছেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের আপিল বিভাগ। কার্যালয় সরাতে তিন বছর সময় চেয়ে বিজিএমইএর করা আবেদনের শুনানি শেষে আপিল বিভাগ এ আদেশ দেন। উত্তরায় বিজিএমইএ কার্যালয় সরে যাচ্ছে—এমন ইঙ্গিত আগেই দিয়েছিলেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। গত ৬ মার্চ সচিবালয়ে সাংবাদিকদের তিনি বলেন, ‘দেশের তৈরি পোশাক খাতের ব্যবসায়ীদের সংগঠন বিজিএমইএর ভবন স্থানান্তরের জন্য ঢাকার উত্তরায় উপযুক্ত জমি নির্বাচনের চেষ্টা করা হচ্ছে। দেশের সর্বোচ্চ আদালতের রায় মোতাবেক সব কাজ সম্পাদন করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ