রবিবার, মে ৫, ২০২৪
প্রচ্ছদটপশপথ নিলেন জেলা পরিষদের নব নির্বাচিত ১,১৬৯ সদস্য

শপথ নিলেন জেলা পরিষদের নব নির্বাচিত ১,১৬৯ সদস্য

শপথ নিলেন জেলা পরিষদের নব নির্বাচিত এগার‘শ উনসত্তর জন সদস্য। শপথ গ্রহণ শেষেই গণতন্ত্রের সুফল তৃণমূল পর্যায়ে পৌঁছে দেয়ার অঙ্গীকার করেন তারা। বুধবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে, সারাদেশ থেকে আসা নব নির্বাচিত সদস্যদরা শপথ নেন। প্রথম দফায় ৫ শত ৫৮ জন এবং দ্বিতীয় দফায় ৬ শত ১১ জনের শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়। নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। প্রথম দফায় সকাল সাড়ে দশটার কিছু পরে শপথ নেন, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের ৫৫৮ জন সদস্য। এরপর সকাল সাড়ে ১১টায় শপথ নেন রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের ৬১১জন। এর আগে, গত ১১ই জানুয়ারি জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যানদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০০০ সালে আইন পাস হওয়ার ১৬ বছর পর গত ২৮ ডিসেম্বর সারাদেশে প্রথমবারের মতো জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হয়। শপথ অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, জেলা পরিষদ নির্বাচনের মাধ্যমে আর্থসামাজিক উন্নয়ন আরও বেগবান হবে।

আরও পড়ুন

সর্বশেষ