শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদদেশজুড়েউত্তরাঞ্চলের ১৬টি জেলায় পণ্য পরিবহণ বন্ধ

উত্তরাঞ্চলের ১৬টি জেলায় পণ্য পরিবহণ বন্ধ

সাত দফা দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট চলছে উত্তরাঞ্চলের ১৬ জেলায়।  বৃহস্পতিবার সকাল থেকে বাস, প্রাইভেটকারসহ যান চলাচল স্বাভাবিক থাকলেও পণ্যবাহী ট্রাক, ট্যাংকলরী, কার্ভাডভ্যান ও পিক-আপ চলাচল বন্ধ রয়েছে। উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ বৃহস্পতিবার সকাল ৬টা থেকে এ ধর্মঘট পালন করছে। ফলে সকাল থেকে পণ্যবাহী গাড়ি চলাচল বন্ধ রয়েছে। কাগজপত্র চেকিং এর নামে সড়ক মহাসড়কে পুলিশী হয়রানি ও বিভিন্ন স্থানে স্থাপিত ওয়ে স্কেলের মাধ্যমে হয়রানি বন্ধসহ সাত দফা দাবিতে বুধবার এই ধর্মঘটের ডাক দেয়া হয়। ২৬ নভেম্বর ধর্মঘট শুরুর আল্টিমেটাম দেয়া হয়েছিল। কিন্তু দাবি বাস্তবায়ন না হওয়ায় ধর্মঘট শুরু করেছে উত্তরবঙ্গ ট্রাক, ট্যাংক লরি, কাভার্ডভ্যান মালিক শ্রমিক ঐক্য পরিষদ।

আরও পড়ুন

সর্বশেষ