রবিবার, জুন ২, ২০২৪
প্রচ্ছদজাতীয়শাহজালাল থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

শাহজালাল থেকে ১৪ কেজি সোনা উদ্ধার

ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১৪ কেজির বেশি সোনা উদ্ধার করেছে শুল্ক কর্তৃপক্ষ। মঙ্গলবার রাতে সোনার বড় এ চালানটি আটক করে তারা। ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার এইচ এম আহসানুল কবীর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিঙ্গাপুর এয়ারলাইন্সের একটি বিমান থেকে সোনার চালানটি আটক করা হয়। চোরাচালানকারীরা গার্মেন্টস পণ্যের আড়ালে সোনা আনার চেষ্টা করছিলো।

সন্দেহমূলকভাবে ওই পন্যগুলো আটক করে শুল্ক কর্তৃপক্ষ। তারা ডিটারজেন্ট পাউডার হিসেবে দেখানো একটি প্যাকেট পরীক্ষা করে এর মধ্যে সোনার বার দেখতে পায়। পরে সেখান থেকে ১৪ কেজি ১০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়। তিনি জানান, এখনো মামলা দায়ের করা হয়নি। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। বিমানবন্দর থানার ডিউটি কর্মকর্তা এসআই তৈমুর বলেন, আমাদের কাছে এখনো মামলা নিয়ে কাস্টম কর্তৃপক্ষ আসেনি। আমাদের কাছে আসলে মামলা গ্রহণ করা হবে।

আরও পড়ুন

সর্বশেষ