শনিবার, মে ১৮, ২০২৪
প্রচ্ছদজাতীয়টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৪

টাঙ্গাইলে ট্রাক উল্টে নিহত ৪

টাঙ্গাইলের কালিহাতীতে সিমেন্টবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে চারজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ছয়জন। বুধবার সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা-টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতীর যোকারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- পাবনা জেলার বেড়া উপজেলার বুকাই মিয়ার ছেলে সোহেল (৩৫), গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার কোমলপুর গ্রামের আসাদুর রহমানের ছেলে সুজন (৩৮) ও বগুড়া জেলার সিবগঞ্জ উপজেলার হাসিমপুর গ্রামের কফিল উদ্দিনের ছেলে আফসার (৬০)। তবে নিহত অপর একজনের পরিচয় জানা যায়নি। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী একটি সিমেন্ট বোঝাই ট্রাক সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা টাঙ্গাইল বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোকারচর নামক স্থানে পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে রাস্তার পাশে খাদে পড়ে যায়। এ সময় ট্রাকের উপরে থাকা যাত্রীরা সিমেন্টের নিচে চাপা পড়লে ঘটনাস্থলেই ৪জন নিহত হন। আহত হয় অন্তত ৬জন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আরও পড়ুন

সর্বশেষ