সোমবার, মে ১৩, ২০২৪
প্রচ্ছদঅর্থ ও বানিজ্য সময়বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ দেবে নতুন ব্যাংকের কর্মকর্তাদের

বাংলাদেশ ব্যাংক প্রশিক্ষণ দেবে নতুন ব্যাংকের কর্মকর্তাদের

ষ্টাফরিপোর্টার (বিডিসময়২৪ডটকম)

অনুমোদনপ্রাপ্ত নতুন ব্যাংকের কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করতে যাচ্ছে বাংলাদেশ ব্যাংক। ব্যাংক পরিচালনার নিয়ম-কানুন জানানোই এ প্রশিক্ষণের মূল উদ্দেশ্য। এসব ব্যাংকে কেন্দ্রীয় ব্যাংকের নিয়মের ব্যত্যয় ঘটার পর এ প্রশিক্ষণের উদ্যোগ নেয়া হয়েছে।

নতুন ব্যাংকের কর্মকর্তাদের প্রশিক্ষণের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হলেও এখনো সুনির্দিষ্টভাবে তারিখ ঘোষণা করা হয়নি। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ নওশাদ আলী চৌধুরী বলেন, প্রশিক্ষণের মাধ্যমে কিছু মৌলিক নিয়ম-কানুন শেখানো হবে। এতে মৌলিক নিয়মগুলো মেনে চলতে পারবে ব্যাংকগুলো।

নতুন অনুমোদন পাওয়া সাউথ বাংলা অ্যান্ড এগ্রিকালচার ব্যাংক (এসবিএসি) আমানত সংগ্রহের পরও নিয়ম মেনে কেন্দ্রীয় ব্যাংকে সংরক্ষিত নগদ জমা (সিআরআর) রাখেনি। তবে বাংলাদেশ ব্যাংক বিষয়টি জানতে পেরেও ব্যাংকটিকে নিয়ম অনুযায়ী কোনো জরিমানা আরোপ করেনি। পরে এসবিএসি কর্তৃপক্ষ চিঠিতে জানায়, সিআরআর জমার বিষয়টি তাদের জানা ছিল না।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, নতুন অনুমোদন পাওয়া আটটি ব্যাংক এরই মধ্যে কার্যক্রম শুরু করেছে। চূড়ান্ত অনুমোদন পাওয়ার পর ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংকের সব নিয়ম-কানুন মেনে চলার পাশাপাশি নিয়মমাফিক প্রতিবেদন জমা দিতে হবে। কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগে বড় ঋণ তদারকি, সিআরআর ও এসএলআর জমা, খাতভিত্তিক ঋণ বিতরণ তদারকি, আমানত ও ঋণ বিতরণের পরিমাণ ও হার তদারকি, খেলাপি গ্রাহক সংখ্যা পর্যালোচনা, বড় ঋণ অনুমোদন, ক্যামেলস রেটিং নির্ধারণ, পরিচালনা পর্ষদের সিদ্ধান্ত পর্যালোচনাসহ বিভিন্ন বিষয়ে তদারক করা হয়। সংশ্লিষ্ট বিভাগের চাহিদা অনুযায়ী তথ্য ও নিয়ম মতো তথ্য জমা দিতে হয় ব্যাংকগুলোকে। কিন্তু নতুন অনুমোদন পাওয়া অনেক ব্যাংকই এসব এড়িয়ে চলছে। ফলে তদারক করতে গিয়ে সমস্যায় পড়ছে কেন্দ্রীয় ব্যাংক।

নতুন ব্যাংকের একাধিক ব্যবস্থাপনা পরিচালক জানান, ব্যাংক পরিচালনার জন্য চাহিদা অনুযায়ী যোগ্য কর্মকর্তা পাওয়া যায়নি। ফলে দু-তিন স্তর পদোন্নতি দিয়ে অনেক কর্মকর্তা নিয়োগ দেয়া হয়েছে। অনেক বিভাগের প্রধান হিসেবে নতুন কর্মকর্তা দায়িত্বে রয়েছেন। এসব কারণে নতুন ব্যাংকগুলো শুরু থেকেই ভুল করছে বলে তারা মন্তব্য করেন।

আরও পড়ুন

সর্বশেষ